X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভুল নিয়ে গুগলের জন্ম 

ইশতিয়াক হাসান
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩

আজ গুগলের জন্মদিন। বছর হিসেবে ২৩তম জন্মদিন পালন করছে গুগল। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ থেকে ২৩ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর জন্ম হয়েছিল গুগলের। যদিও ২০১৩ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন। আবার একদম গোঁড়া থেকে শুরু করলে দেখা যায় গুগল তার যাত্রা শুরু করে ১৯৯৬ সাল থেকে।

১৯৯৬ সালে গুগলের দুই জনক সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ তখন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র। তারা তাদের একটি গবেষণার প্রকল্প হিসেবে এই সার্চ ইঞ্জিনটির যাত্রা শুরু করেন। গবেষণায় তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর চেয়ে নতুন কৌশলে কোনও একটা সার্চ ইঞ্জিন বানানো যেখানে ওয়েবসাইটগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে ফলাফল দেখাবে। তারা একে পেজর‍্যাঙ্ক হিসেবে আখ্যায়িত করেন। শুরুতে এর নাম ছিল ব্যাকরাব। কারণ এই ব্যবস্থায় সাইটের ব্যাকলিংকগুলো যাচাই করা হতো ওই সাইটটি কত গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য।

পরে তার নাম পরিবর্তন করে গুগল রাখা হয়। এই নামটি আসলে ভুল বানানে লেখা। এই নামটি দিয়ে বোঝানো হত একটি সংখ্যার পেছনে একশত শূন্য। মূলত সার্চ ইঞ্জিনের বিশাল পরিমাণ তথ্য প্রদানের ব্যপারটিকে তারা গুরুত্ব দিতে চেয়েছিলেন বলে এই নামটি দেওয়া।

গুগলের ডোমেইন নাম নিবন্ধন করা হয় ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর। আর কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। এরপর আরও কয়েকটি তারিখে গুগলের জন্মদিন পালন করা হলেও সর্বশেষ ২০১৩ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় গুগলের জন্মদিন। সে বছর ছিল গুগলের ১৫তম জন্মদিন।

তবে কেন তারা এই দিনটিকে তাদের জন্মদিন হিসেবে বেছে নিয়েছে তা পরিষ্কার নয়। তবে ধারণা করা হয় সে সময়ে গুগলের প্রতিযোগী ইয়াহু সার্চ ইঞ্জিনের সঙ্গে ২০০৫ সালের একটি বিরোধকে কেন্দ্র করে এমনটি হতে পারে।

গুগলের হোমপেজে গুগল ডুডলেরও যাত্রা শুরু হয় ১৯৯৮ সাল থেকে। ‘বার্নিং ম্যান ফেস্টিভাল’কে কেন্দ্র করে এই গুগল ডুডলের যাত্রা শুরু। এরপর থেকে বিভিন্ন উৎসবেই গুগল ডুডল বিভিন্ন আঙ্গিকে সেসব উৎসব পালন করে থাকে। এবারের গুগলের জন্মদিনও পালন করছে ডুডল। গুগলের হোমপেজে গেলে দেখা যাবে, গুগলের এল-কে করা হয়েছে একটি মোমবাতি। এর নিচে ২৩ লেখা। সংখ্যাটি লেখা হয়েছে একটি দুইতলা কেকের ওপর। কয়েক সেকেন্ড পরে কেকটি গুফি কার্টুনের মতো হয়ে এক পাশ থেকে একটি হাত বের হয়ে কেকের উপরের অংশটি হ্যাটের মতো উপরে তুলে জানাবে ‘হ্যালো’।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ থেকে যেভাবে গুগল পে ব্যবহার করবেন
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’