X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১৬:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:৪৬

দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করলো। মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি ফাইভ-জি দুনিয়ায় যাত্রা করলো। গ্রামীণফোন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রামীণফোন গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে ফাইভ-জি ব্যবহার করা যাবে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে অপারেটরটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান-সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর জিপি হাউজের ইনোভেশন ল্যাবে ফাইভজি ট্রায়ালের অভিজ্ঞতা নেন। এ ইনোভেশন ল্যাবটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখান থেকে ধাপে ধাপে ফাইভজি টেস্ট ও এর ব্যবহারিক অভিজ্ঞতার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটি শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল পরিচালনার পরিকল্পনা রয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যপূরণে আমরা ফাইভজি কানেক্টিভিটি ও এর ইউজ কেসের ট্রায়াল পরিচালনা করছি।

বর্তমানে আমরা দেশজুড়ে বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি; একইসাথে, আমরা ভবিষ্যতের সক্ষমতা তৈরি, ফাইভজি ইকোসিস্টেম বিনির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, ব্লকচেইন ও রোবটিক্সের মাধ্যমে শিল্পখাতের জন্য বিভিন্ন সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশ নিষেধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশ নিষেধ
`স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে ব্যাংকগুলো‘
`স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে ব্যাংকগুলো‘
মোহাম্মদপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এমবাপ্পেকে উদ্দেশ্য করে দর্শকদের দুয়ো শুনতে পাননি এনরিকে
এমবাপ্পেকে উদ্দেশ্য করে দর্শকদের দুয়ো শুনতে পাননি এনরিকে
সর্বাধিক পঠিত
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!