X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডলার সাশ্রয় ও তথ্যের নিরাপত্তায় দেশীয় ক্লাউড ব্যবহারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ২৩:৫৯আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২৩:৫৯

ইন্টারনেট ছাড়াই সারা দেশে ক্লাউড সেবা দেওয়া সম্ভব। আর দেশীয় ক্লাউড ব্যবহারের মাধ্যমে ডলার সাশ্রয়ের সম্ভাবনার কথা জানালো ক্লাউড নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনস্ট্যাক বাংলাদেশ।

সোমবার (২১ আগস্ট) টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) উদ্যোগে আয়োজিত ক্লাউড কম্পিউটিং বিষয়ক কর্মশালায় এ নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের প্রয়োজনীয়তা, তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে ক্লাউডের ভূমিকা, ইন্টারনেটের সেবা ও মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টেলিকমিউনিকেশন বিটের সংবাদকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, মানুষ একই তথ্য নিয়ে কাজ করার প্রয়োজনে বাসা, কর্মক্ষেত্র ও যাতায়াতের সময় পথে তিনটি ভিন্ন ডিভাইস ব্যবহার করছেন। ভিন্ন তিন ডিভাইসে এসব তথ্য রাখার বদলে ক্লাউডে রাখলে কম ঝামেলা পোহাতে হয়। ক্লাউডের মতো একটি অভিন্ন ক্ষেত্রে এসব তথ্য রাখা থাকলে যেকোনও জায়গা থেকে এসব তথ্য ব্যবহার সহজ ও নিরাপদ হয়। এতে মূল্যবান শক্তিশালী ডিভাইস ও সফটওয়্যার না হলেও চলে। পাশাপাশি প্রয়োজন অনুসারে জায়গা বাড়িয়ে বা কমিয়ে কাজ চালিয়ে নেওয়া সম্ভব।  এতে একই সঙ্গে বিপুল পরিমাণ স্টোরেজ কেনার প্রয়োজন নেই। এখন আর বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে চড়া দামে এই সেবা কিনতে হবে না। ওপেনসোর্স সেবাদাতা প্রতিষ্ঠান ওপেনস্ট্যাক ক্লাউডের মাধ্যমে দেশেই এই সেবা পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে। এর সার্ভারগুলো দেশে থাকায় বিদেশের হ্যাকারদের কাছ থেকে নিরাপদে রাখা যাচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

কর্মশালায় ওপেনস্ট্যাক ক্লাউডের কান্ট্রি অর্গানাইজার মোবারক হোসাইন বলেন, বাংলাদেশেও নিজেদের ক্লাউড তৈরি করে ব্যবহার করা সম্ভব। এ কাজে দেশীয় প্রতিষ্ঠান এ ক্লাউড প্লানেট তাদের চারটি ডেটা সেন্টার স্থাপন করেছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে। সেখানেও ব্যবহার করা হয়েছে ওপেনস্ট্যাক ক্লাউড। গত পাঁচ বছরে তারা প্রায় ১০ লাখ মানুষকে সেবা দিয়েছে।  

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি দেশের ডলার সাশ্রয় ও তথ্যের নিরাপত্তায় দেশীয় ক্লাউড ব্যবহারে সবার প্রতি আহ্বান জানান।

ক্লাউড কম্পিউটিংয়ের গুরুত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেটা আমাদের ব্যবহার করতেই হবে। এটি আমাদের সম্পদ, সুতরাং এটি যেখানে রাখতে হবে সেই জায়গাটি হতে হবে নিরাপদ। বাংলাদেশে এক সময় ক্লাউড বলতে কোনও ধারণা ছিল না। এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন ক্লাউডের কোনও বিকল্প নেই। সাংবাদিকদের এসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তাদের জন্য এ রকম একটি কর্মশালা অত্যন্ত জরুরি ছিল।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ