X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়া বেড়েছে, মিলছে সাড়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৫

বছরান্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য চাওয়ার পরিমাণ বাড়ছে। বিশেষ করে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়কালে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিমাণ টানা বাড়তে দেখা গেছে। সেই অনুপাতে সাড়া দেওয়ার পরিমাণও বাড়িয়েছে ফেসবুক। সম্প্রতি এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকের কাছে মোট ৯৮৮টি অনুরোধ পাঠানো হয়। যার মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ ৯৫৬টি এবং জরুরি ভিত্তিতে তথ্য দেওয়ার অনুরোধ ৩২টি। এই সময়কালে সরকার ফেসবুকের কাছে মোট ১ হাজার ৪৫৪টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়ে অনুরোধ করে।

প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অনুরোধের বিপরীতে ৬৭ দশমিক ২১ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক। আবার গত বছর জুন থেকে এবছর জুন পর্যন্ত বাংলাদেশের আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজার ৫০০’র বেশি কনটেন্টে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করেছে ফেসবুক। আইনি প্রক্রিয়ায় অনুরোধের ৬৯ শতাংশ ক্ষেত্রে মেটা তথ্য সরবরাহ করেছে। জরুরিভিত্তিতে অনুরোধের ক্ষেত্রে তথ্য সরবরাহ করেছে ৬ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া এই সময়কালে ফৌজদারি তদন্তের জন্য ২৮টি অনুরোধে ৪০টি অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের জন্য ফেসবুককে বলা হয়েছিল। আবার প্রতিবেদন অনুযায়ী,  ফেসবুক বাংলাদেশ থেকে ২ হাজার ২৭০টি কনটেন্টে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করেছে। এর মধ্যে ২ হাজার ২৬০টি ফেসবুক পোস্ট, ১০টি ফেসবুক প্রোফাইল রয়েছে।

এর আগের ধাপে অর্থাৎ গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ৮৩৬টি অনুরোধ করেছিল যার ৭৭২টি আইনি প্রক্রিয়ার আর ৬৪টি জরুরি ভিত্তিতে তথ্য দেওয়ার জন্য। সেই সময় মেটার কাছে মোট ১ হাজার ২৭৮টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল সরকার। যার বিপরীতে মেটা বাংলাদেশ সরকারকে ৬৪ দশমিক ৮৩ শতাংশ তথ্য সরবরাহ করে।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের রিপোর্ট করা ২ হাজার ৫৭৮টি আইটেমে বাংলাদেশ থেকে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করা হয়েছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় কয়েক গুণ বেশি।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
রাজনৈতিক দল নিষিদ্ধে আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ  
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
শ্রমজীবীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর বিএনপিনির্বাচিত সরকার না থাকলে জনগণের দুঃখ কেউ শোনে না: তারেক রহমান
সর্বশেষ খবর
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী