সম্প্রতি বেড়েছে এআই প্রযুক্তিতে তৈরি ছবির ব্যবহার। গুগলের সার্চ ফিচারেও ক্রমবর্ধমান হারে বাড়ছে এআইয়ের তৈরি ছবি। ফলে মানুষ যা খুঁজতে চাইছে সেটি পাওয়া কঠিন হয়ে পড়ছে। ১৭ সেপ্টেম্বর গুগল জানিয়েছে, সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন সিস্টেমে মিডিয়া ফাইলের সত্যতা যাচাই করার জন্য সিটুপিএ প্রযুক্তি প্রয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নিজেদের সার্চ ফিচারে এআইয়ের মাধ্যমে তৈরি ও এডিট করা ছবি লেবেল করতে শুরু করবে গুগল।
‘অ্যাবাউট দিস ইমেইজ’ পৃষ্ঠার মাধ্যমে গুগল এআই তৈরি ছবির বিষয়ে ব্যবহারকারীদের জানাবে। আর ‘সার্চ, ‘গুগল লেন্স’ এবং অ্যান্ড্রয়েডের ‘সার্কল টু সার্চ’ ফিচারে এটি প্রয়োগ করবে। নিজেদের বিভিন্ন বিজ্ঞাপন পরিষেবাতেও গুগল এ প্রযুক্তি প্রয়োগ করছে এবং ইউটিউব ভিডিওতেও অনুরূপ পতাকা যুক্ত কথা ভাবছে। তবে এই বিষয়েবছরের শেষের দিকে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এআই জেনারেটেড ছবি শনাক্ত করার জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি (সি২পিএ) মেটাডেটার ওপর নির্ভর করবে গুগল। এটি এ খাতের একটি সংঘ যেখানে কোম্পানিটি এ বছরের শুরুতে স্টিয়ারিং কমিটির সদস্য হিসাবে যোগ দেয়।
ছবির উৎস খুঁজতে, কখন ও কোথায় ছবিটি তৈরি করা হয়েছে সেটি এবং তৈরিতে ব্যবহার হওয়া টুল এবং সফটওয়্যার শনাক্ত করতে গুগলের ‘সিটুপিএ মেটাডেটা’ ব্যবহার করবে।