X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অনিবন্ধিত সিম ১৫ মাসের মধ্যে বিক্রি নয়

টেক রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ২০:২১আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:৪০

সিম নিবন্ধন

৩১ মে রাত ১২টার মধ্যে যেসব মোবাইলফোনের সিম অনিবন্ধিত (বায়েমেট্রিক পদ্ধতিতে) থাকবে সেগুলো জুন মাসের ১ তারিখ থেকে স্থায়ীভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, তবে এসব সিম মোবাইল অপারেটররা ১৫ মাসের মধ্যে বিক্রি করতে পারবে না। এগুলো প্রবাসী ও যারা শান্তি রক্ষী মিশনে রয়েছেন তাদের কথা বিবেচনা করে রাখা হচ্ছে।

শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে সিম নিবন্ধনের অগ্রগতি ও সময় বৃদ্ধি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৫ মাসের সময় সংরক্ষণ এটা করা হয়েছে মূলত বিদেশে বসবাসরত প্রবাসী নাগরিকদের জন্য, শান্তিরক্ষা মিশনে আমাদের যারা কর্মরত আছে তাদের সুবিধার্থে। এই নম্বরগুলো কোথাও বিক্রি করা হবে না। 

প্রসঙ্গত, এর আগে একটানা ৭৩০ দিন সিম বন্ধ থাকলে তার মালিকানা হারাতেন ব্যবহারকারী। আর একটানা ৯০ দিন বন্ধ থাকলে সিমটি নিষ্ক্রিয় করে দেওয়া হতো। কোনও ব্যবহারকারী যদি এই সময়ের পরে টাকা রিচার্জ করতেন তাহলে সিমটি আবারও চালু হয়ে যেত। তবে বায়োমেট্রিক  পদ্ধতিতে সিম নিবন্ধনের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না। 

এদিকে মোবাইলফোন ব্যবহারকারী প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারানা হালিম বলেন, আমরা দেশে ১৫ লাখ প্রতিবন্ধীর কথা জেনেছি। এটাও জানতে পেরেছি তাদের অনেকেই সিম নিবন্ধন করতে পারেনি। তাদের জন্য আমাদের সিদ্ধান্ত, মে মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রতি শনিবার অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে এবং প্রথম কয়েক ঘণ্টা তাদের জন্যই নির্দিষ্ট থাকবে। এই সময়ে প্রতিবন্ধীদের মোবাইলফোন ৩ ঘণ্টার প্রতিকী বন্ধ থাকবে না। প্রতিবন্ধীরা আমাদের জানিয়েছেন, সিম নিবন্ধনের ব্যাপারে কাস্টমার কেয়ার সেন্টার থেকে তাদের সঙ্গে মর্যাদাসম্পন্ন আচরণ করা হয়নি। এটা আমাদের দুঃখিত করেছে।

/এইচএএইচ/     

আরও পড়তে পারেন: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প