X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

'আইডিয়া' নামে উদ্ভাবন-নকশা ও উদ্যোক্তা তৈরির একাডেমি গড়ে তোলার উদ্যোগ

হিটলার এ. হালিম
২৯ আগস্ট ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:৪৭

উদ্ভাবন, নকশা ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি অধিদফতর উদ্ভাবন, নকশা ও উদ্যোক্তা তৈরিতে একটি একাডেমি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকারের আইসিটি বিভাগ। একাডেমি ফর ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আইডিয়া) নামে এই একাডেমিতে তথ্যপ্রযুক্তিপ্রেমীদের উদ্ভাবন, ডিজাইন বা নকশা প্রণয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।

প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) উপস্থাপন করা হবে বলে জানালেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২১ সালের মধ্যে যে এক হাজার উদ্ভাবনীর (উদ্ভাবনী প্রকল্প) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মূলত তরুণ প্রজন্মকে উদ্ভাবনে আগ্রহী করে তোলা, বিভিন্ন ডিজাইন প্রণয়নের মাধ্যমে সফটওয়্যার ও ওয়েব দুনিয়ায় রাজত্ব করা এবং চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করে কর্মসংস্থান সমস্যা দূর করে একটি সুখী-সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতেই এ একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানা গেছে।
বিভাগ সূত্রে জানা গেছে, ২২৯ কোটি ৭৪ লাখ টাকা বাজেটের এই প্রকল্পের মেয়াদ তিন বছর। ২০১৬ সালের জুলাই মাসে শুরু হয়ে শেষ হবে ২০১৯ সালের জুন মাসে।

জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি, প্রযুক্তি উদ্ভাবনী উদ্যোগ, মেধাস্বত্ত্ব সংরক্ষণ, উদ্ভাবকদের সক্ষমতা তৈরি, উদ্ভাবনী সামগ্রীর বাণিজ্যিকীকরণ ও ব্র্যান্ডিংয়ে সহায়তা করা।

এছাড়া ‘আইডিয়া’ প্রকল্পের প্রধান কার্যক্রম হলো, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন, টেস্ট/ কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাব, মোবাইল ল্যাব, ডাটা ল্যাব, ইন্টারনেট অব থিংস (আইওটি) ল্যাব, ইনোভেশন ল্যাব ও অডিও ল্যাব গড়ে তোলা। এসব ল্যাবে যে উদ্ভাবন ও নকশা আসবে, সেসব জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা করা এবং পরামর্শ সেবা দিয়ে সহযোগিতা করা হবে একাডেমি থেকে।
/এইচএএইচ/এবি/

আরও পড়ুন
জঙ্গি মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়াই করবে: কেরি

কেরির সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি