X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আসছে চার্জিং পোর্ট ছাড়া আইফোন

শরীফ এ চৌধুরী
১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২৩:২২

চার্জিং পোর্ট ছাড়া আইফোন অ্যাপলের নতুন আইফোনে থাকবে না কোনও চার্জিং পোর্ট! নতুন পোর্টবিহীন এ আইফোন ২০২১ সালে বাজারে আসছে বলে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে, পোর্টবিহীন মানে একেবারেই কোনও ধরনের পোর্টই থাকবে না নতুন আইফোনে।

কোনও ধরনের চার্জের পোর্ট কিংবা এয়ারফোনের পোর্ট ছাড়া কীভাবে চলবে আইফোন- এমন প্রশ্ন এখন অনেকেরই। যদিও ইতোমধ্যে কোনও ধরনের তার ছাড়াই এয়ারপড পাওয়া যাচ্ছে আইফোনের, যেখানে চাইলেই গান শোনা, কথা বলাসহ সবকিছুই করা যায়। তবে চার্জ করার বিষয়টি এখনও পোর্ট ছাড়া শুরু হয়নি। যদি একান্তই পোর্ট ছাড়াই স্মার্টফোন হয় তাহলে চার্জ দেওয়ার একমাত্র পদ্ধতি হবে ওয়্যারলেসভিত্তিক।

ইতোমধ্যে তারবিহীন এয়ারপড বাজারে ছেড়ে চমক সৃষ্টি করেছে অ্যাপল। ওয়্যারলেসভিত্তিক এ এয়ারপড এখন বিভিন্ন প্রতিষ্ঠানও তৈরি করছে। চার্জিং পোর্ট ছাড়া আইফোন চার্জ দেওয়ার একমাত্র পদ্ধতিই হবে ওয়্যারলেস পদ্ধতি। যার সাহায্যে চার্জ করা যাবে আইফোন। যদিও আইফোনের অনেক ব্যবহারকারীর কাছে বিষয়টি নতুন নয়। অ্যাপল ইতোমধ্যে চার্জিং প্যাড বাজারে ছেড়েছে, যার মাধ্যমে কোনও ধরনের প্লাগ-ইন সুবিধা ছাড়াই চার্জ করা যায়।
বিভিন্ন স্থানে চার্জিং প্যাড থাকলে তার ওপর আইফোন রেখে দিলেই চার্জ হয়ে যাবে। তবে অ্যাপলের চার্জিং প্যাড এখনও তেমনভাবে বাজারে চালু হয়নি। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে অ্যাপল সাধারণত কিআই সিস্টেম ব্যবহার করে, যেখানে পাওয়ার রেটিং থাকে কম।
তবে এখনও পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের বর্তমান কার্যক্রমের মূল অংশ এখন ব্যস্ত ২০২০ সালে বাজারে আসা আইফোনে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ফাইভ-জি নিয়ে। এরপরেই হয়তো আসতে পারে পোর্ট ছাড়া আইফোনের ঘোষণা।

তথ্যসূত্র: এনগ্যাজেট, ডিজিটাল ট্রেন্ডস

 

 

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া