X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সাইবার সিকিউরিটির হুমকি বাড়ছে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৩:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:২৪


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ দ্রুত ডিজিটাইজেশন হচ্ছে।  এ কারণে দিন দিন সাইবার সিকিউরিটির হুমকিও বাড়ছে।  এ থেকে বাঁচতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি আমরা অচিরেই সাইবার হুমকি থেকে মুক্ত হতে পারব।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের অার্থিক সহযোগিতায় আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক আরও বলেন, সাইবার থ্রেট একটি আন্তর্জাতিক ইস্যু কিন্তু এর কুফল ভোগ করতে হচ্ছে আমাদের। ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রকেও এর কুফল ভোগ করতে হচ্ছে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা বিজয়ী জাতি। সাইবার হুমকিকে তিনি যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, আমরা সাইবার যুদ্ধেও জয়ী হবো।
তিনি উল্লেখ করেন, সাইবার জগতে আমরা ভালো করছি। আমাদের সাইবার কার্যক্রমও বাড়ছে। এ কারণে বৈশ্বিক টার্গেটের শিকার হতে হচ্ছে আমাদের। সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল ফরেনসিক ল্যাব, সাইবার সিকিউরিটি এজেন্ট, সাইবার সিকিউরিটি নীতিমালা, সাইবার সিকিউরিটি রেন্সপন্স টিম গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, তার আগে আমাদের সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা প্রয়োজন।

 

আরও পড়তে পারেন: মোবাইলফোনে ভয়েস কল ও এসএমএস বিজ্ঞাপনের যন্ত্রণা

কর্মশালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন নিরাপত্তা সংস্থা, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত অর্ধশতাধিক নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, আমরা বিজনেস প্রটেকশনের পাশাপাশি সাইবার দুনিয়ায় ব্যক্তির নিরাপত্তা নিয়েও কাজ করছি।

আরও পড়তে পারেন: বুড়ো হতে কেমন লাগে, বোঝাবে প্রযুক্তি!

অনুষ্ঠানে দাবি জানানো হয়, ইন্টারনেট ব্যান্ডউইথের পরিবহন খরচ বেশি হওয়ায় গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো যাচ্ছে না। পরিবহন খরচ বেশি হওয়ায় আন্তর্জাতিক ব্যান্ডউইথের চেয়ে স্থানীয় ব্যান্ডউইথ (এনটিটিএন এর মাধ্যমে বহনকৃত) -এর দাম বেশি।সরকারকে এ বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয় ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়কারী ফকির ফিরোজ আহমেদ,আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, উপদেষ্টা আক্তারুজ্জামান মঞ্জু। কর্মশালাটি শেষ হবে বুধবার।  কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন ইন্টারনেট সোসাইটির কেভিন মেইনেল ও এপনিকের ফকরুল আলম। রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কিভাবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায় সে সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ছবি: নাসিরুল ইসলাম

/এইচএএইচ/ এপিএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
৩ সমন্বয়ককে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতাকর্মীরা
৩ সমন্বয়ককে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ