X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আইফোনের সিরিজের নামে পরিবর্তন আসতে পারে

ইশতিয়াক হাসান
২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১৬

আগামী বছর বাজারে আসা আইফোনে নামের ধারায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি এমন নয় যে, আইফোনের মূল নামটি পরিবর্তিত হয়ে আনারস ফোন বা এমন কিছু হবে। পরিবর্তনটি হবে মূলত সিরিজে। ব্লুমবার্গে দেওয়া মার্ক গুরম্যানের একটি রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫-তে ‘প্রো ম্যাক্স’ এর বদলে ‘আলট্রা’ যোগ হতে পারে। নামের এই পরিবর্তন থেকে ধারণা করা যাচ্ছে, ২০২০ সালে আইফোন ১২-এর ডিজাইনের যে ধারাবাহিকতা চলে আসছে, তাতে একটি বড় রকমের পরিবর্তন আসতে পারে। গুরম্যানের ধারণা অনুযায়ী, আগামীর সেই আইফোনে থাকবে ইউএসবি টাইপ-সি সহ বড় রকমের পরিবর্তন।

এনগেজেট জানায়, আইফোনের ধারাবাহিকতায় বিগত কয়েক বছর হলো ব্র্যান্ডিংয়ের একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগের আইফোনে দেখা যেতো— প্রতি দুই বছরে একটা করে পরিবর্তন আসছে। এখানে সাশ্রয়ী মডেলকে ‘এস’ হিসেবে অভিহিত করা হয়। ২০১৯ সালে মডেলের নমকরণে যোগ করা হয় আভিজাত্যের ছোঁয়া। সেবছর প্রতিষ্ঠানটি ‘প্রো’ এবং ‘প্রো ম্যাক্স’ চালু করে। সিরিজ দুটি ব্যবহার করা হয় সবচেয়ে উঁচুমানের মডেলে। এর পরে যোগ করা হয় প্লাস ব্র্যান্ডিংয়ের। তবে এই প্লাস ২০১৭ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রো ম্যাক্স থেকে আলট্রায় উন্নীত হওয়াতে আরও একটি বিষয় বোঝা যায় যে, অ্যাপল ওয়াচের সারিতেও আলট্রা মডেল আসতে পারে।

এগুলো ছাড়াও গুরম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, এবছরের শেষ নাগাদ অ্যাপলের আরও নতুন কিছু পণ্য বাজারে আসতে পারে। এর মধ্যে রয়েছে— নতুন ম্যাক মিনি, ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো। তবে এই নতুন পণ্যগুলোতেও ধারাবাহিক কিছু আপডেট ছাড়া নতুন কিছু থাকবে না। গুরম্যান মন্তব্য করেন, অ্যাপল শুধু নতুন নতুন প্রেস রিলিজ তৈরির মাধ্যমে বিশ্বকে তার অবস্থান জানিয়ে আসছে মাত্র।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পাঠানো আই-মেসেজ যেভাবে ফেরানো যাবে
‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ যেভাবে চালু করবেন
অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে বিশেষ আপগ্রেড থাকবে আইফোন ১৬-তে
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া