X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

সারা বছরই সক্রিয় ছিল আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৭:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৭:৪০

বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ভিত্তিক উপকমিটিগুলোর মধ্যে অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সারা বছরই সক্রিয় ছিল। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. হোসেন মনসুরকে চেয়ারম্যান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুরকে সদস্য সচিব করে কমিটি গঠন করার পর থেকেই কার্যক্রম শুরু করে এই উপকমিটি।

উপকমিটি গঠনের পরে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এসময় সাংগঠনিক উদ্যোগে দেশে প্রথম টেলিমেডিসিন সেবা চালু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এছাড়া অনলাইনে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, আওয়ামী লীগের কর্মীদের একটি কমন প্ল্যাটফর্মে নিয়ে আসা, অনলাইনে ওয়েবিনার ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে দলের এই উপকমিটি।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে ২০২০-২২ মেয়াদে চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগই প্রথমবারের মতো চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। দুইদিন ব্যাপী এই সম্মেলনের থিম ছিল— স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন। সম্মেলনে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়, ২৭টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ১৫টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষকরা ৬৬২টি গবেষণাপত্র জমা দেন। নির্বাচিত ২৫২টি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপন করা হয়।

এছাড়া আইসিটি, রেল, সড়ক ও যোগাযোগ, বিদ্যুৎ ও খনিজ, অবকাঠামো এবং ‘আমার গ্রাম-আমার শহর’র ওপর ছয়টি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠন করে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। টাস্কফোর্সগুলো বিজ্ঞান ও প্রযুক্তিতে সরকারি নীতি প্রণয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাবিষয়ক বিভিন্ন কারিগরি মতামত সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দেয়।

এই উপকমিটি ২২টি সাধারণ সভা, ১১টি বিষয়ভিত্তিক সেমিনার ও কর্মশালা এবং সিআরআই’র সহযোগিতায় সারা দেশে ৯০টির বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল শীর্ষক কর্মশালা আয়োজন করে। এছাড়া সাইবার মনিটরিং টিমের মাধ্যমে ২৪/৭ সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ, উদ্যোক্তা ও মেধাবী তরুণদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে সারা বছরই সক্রিয় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।

এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপকমিটি গঠনের পর থেকেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি। দেশের শিক্ষিত মেধাবী তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে অ্যাডভান্সড টেকনোলজিতে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করছি। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আওয়ামী লীগ সরকারের ডিজিটাল সুযোগ-সুবিধা দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। করোনা মহামারির মধ্যেও আমাদের কার্যক্রম অব্যাহত ছিল।’ তিনি বলেন, ‘অনলাইনে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সঠিক তথ্য দ্রুততম সময়ে তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।’

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
সর্বশেষ খবর
জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাম্যসহ তিন হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
সাম্যসহ তিন হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর