X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

এপিআই’র নতুন মূল্য ঘোষণা করলো টুইটার

ইশতিয়াক হাসান
৩০ মার্চ ২০২৩, ২১:১৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২১:১৬

এপিআই’র (অ্যাপ্লিকেশন প্রোগ্রাসিং ইন্টারফেস) নতুন সংস্করণে ডিটেইল ও মূল্য ঘোষণা দিলো টুইটার। তবে ডেভেলপার ফিচারের বড় অংশ থার্ড পার্টি— ক্লায়েন্ট বাতিল নিশ্চিতের অনেক পরেই অবশ্য সেটা কার্যকর করেছিল।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, টুইটার অল্প কিছু সুবিধা দিয়ে একটি ফ্রি টায়ার রেখেছে। তবে এই সুবিধার পরিমাণ আগের চেয়ে কম। নতুন ফ্রি টায়ার অনুযায়ী, বট এবং অন্যান্য পরীক্ষামূলক কাজের উদ্দেশ্যে একটি অ্যাকাউন্ট মাসে সর্বোচ্চ এক হাজার ৫০০টি টুইট করতে পারবে। তবে অন্যান্য ফিচার সম্ভবত ব্যবহার করা যাবে না।

মাসে ১০০ ডলার দিয়ে যারা বেসিক টায়ার নিতে চান, সে সব ডেভেলপাররা ইউজার লেভেলে মাসে তিন হাজার টুইট করতে পারবেন, আর অ্যাপ লেভেলে মাসে ৫০ হাজার। এছাড়া রিড লিমিটে মাসে ১০ হাজার টুইটের সুবিধা থাকছে, যা আগের তুলনায় অনেক কম বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। অপরদিকে, একজন এন্টারপ্রাইজ বা বিজনেস লেভেলেও বিস্তারিত সুবিধার বিবরণ খুব একটা স্পষ্ট নয়। টুইটার ডেভেলপার ওয়েবসাইট অনুযায়ী, এই লেভেলে কমার্শিয়াল লেভেল একসেস পাবে, যা ব্যবহারকারী এবং কাস্টমারের নির্দিষ্ট চাহিদাকে পূরণ করবে। ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো এন্টারপ্রাইজ একসেস আবেদন করতে পারবে। কিন্তু টুইটার সবক্ষেত্রে শুধু মাসিক ফি’র তথ্যই জানিয়েছে। যারা গবেষণা বা শিক্ষা ক্ষেত্রে টুইটারের এপিআই ব্যবহার করছে, তাদের বিষয়টিও পরিষ্কার নয়। একটি ধারাবাহিক টুইটে প্রতিষ্ঠানটি জানায়, এই কমিউনিটিকে সেবা  দেওয়ার জন্য নতুন পথ খোঁজা হচ্ছে।

নতুন বর্ণনা অনুযায়ী, আগের এপিআই খুব শিগগিরই বন্ধ করে দেবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে যে এপিআই চলছে— তা ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এজন্য যত তাড়াতারি সম্ভব আগের এপিআই থেকে নতুন এপিআইতে মাইগ্রেট হওয়ার জন্য পরামর্শ দিয়েছে টুইটার।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স বার্তা ঘিরে দুই দেশের ব্যবহারকারীদের ‘কমেন্ট যুদ্ধ’
ভারতের পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার
এক্স’র ভিডিও-অডিও কল এখন সবার জন্য উন্মুক্ত
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়