X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

তথ্যপ্রযুক্তি খাতে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান বেসিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৮:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৮:৪১

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত প্রবৃদ্ধির কথা উল্লেখ করে জাপানি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সংগঠনের সভাপতি রাসেল টি আহমেদ ‘ডিজিটাল বাংলাদেশ: আপনার আইটি গন্তব্য’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান।

বুধবার (৫ এপ্রিল) এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপানের টোকিও বিগ সাইটে ‘জাপান আইটি উইক ২০২৩’-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য পরবর্তী গন্তব্য হলো বাংলাদেশ। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো যে কোনও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রদানে সক্ষম। আন্তর্জাতিক সফটওয়্যার ও অ্যাপ মার্কেটেও বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে অর্থনৈতিক উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহার জানা যুগোপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি বেসিসের অন্যতম প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘জাপান এবং বাংলাদেশের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্ববোধ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে দক্ষ জনবল আর জাপানের উন্নত তথ্যপ্রযুক্তি। এই ক্ষেত্রে বাংলাদেশ ও জাপান দুই দেশের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করে একসঙ্গে কাজ করলে উভয় দেশই লাভবান হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘গত কয়েক বছরে জাপান আইটি উইকে অংশগ্রহণ করে বাংলাদেশি আইটি কোম্পানিগুলো ভালো সাড়া পেয়েছে। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সম্ভাব্য সব রকম সহযোগিতার জন্য বেসিস জাপান ডেস্ক সর্বদা প্রস্তুত।’

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। বেসিসের প্রতিনিধিত্বে ১৫টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এই মেলায় অংশগ্রহণ করছে।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরণের উদ্যোগ চলছে: আসিফ মাহমুদ
ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরণের উদ্যোগ চলছে: আসিফ মাহমুদ
‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ