X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঝুম বৃষ্টিতে কমলো ভাদ্রের ভ্যাপসা গরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬

বাংলা পঞ্জিকায় আষাঢ়-শ্রাবণ দুই মাসে বর্ষাকাল। অথচ বর্ষা শেষ হয়ে শরতের মাঝামাঝি সময়ে এসেও বৃষ্টির তেমন দেখা মেলেনি। বরং টানা কয়েকদিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) ঝুম বৃষ্টিতে ভাদ্রের তপ্ত আবহাওয়া কমে এসেছে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুর গড়াতে না গড়াতেই অন্ধকার হয়ে আসে। প্রথমে হালকা বৃষ্টি হলেও বেলা দেড়টা নাগাদ বাড়তে শুরু করেছে।  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে এই বৃষ্টি পড়ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, টানা না হলে থেমে থেমে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল পর্যন্ত থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হবে। এতে কমে আসবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত তাপপ্রবাহ।  

দুপুরে একই সময়ে রাজধানীর উত্তরা, মিরপুরে, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, গুলশান, মহাখালী, মেরুল বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, মালীবাগ, শান্তিনগর, পল্টন, মতিঝিল, মিন্টু রোড, বাংলামোটর,  ধানমন্ডি, ঝিগাতলা, মোহম্মদপুর ও রায়েরবাজারসহ ঢাকার প্রায় সব এলাকায় এই বৃষ্টির খবর পাওয়া গেছে।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি (ছবি: সাজ্জাদ হোসেন)

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা প্রভৃতি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বৃষ্টির ফলে কিছু কিছু জায়গা হতে তা প্রশমিত হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আর বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, সোমবার থেকে কমতে পারে
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, বইছে তীব্র তাপপ্রবাহ
সর্বশেষ খবর
বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত
বিএনপির নেতার মারধরে যুবদল নেতা আহত
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে