X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

ঝুম বৃষ্টিতে কমলো ভাদ্রের ভ্যাপসা গরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬

বাংলা পঞ্জিকায় আষাঢ়-শ্রাবণ দুই মাসে বর্ষাকাল। অথচ বর্ষা শেষ হয়ে শরতের মাঝামাঝি সময়ে এসেও বৃষ্টির তেমন দেখা মেলেনি। বরং টানা কয়েকদিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) ঝুম বৃষ্টিতে ভাদ্রের তপ্ত আবহাওয়া কমে এসেছে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুর গড়াতে না গড়াতেই অন্ধকার হয়ে আসে। প্রথমে হালকা বৃষ্টি হলেও বেলা দেড়টা নাগাদ বাড়তে শুরু করেছে।  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে এই বৃষ্টি পড়ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, টানা না হলে থেমে থেমে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল পর্যন্ত থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হবে। এতে কমে আসবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত তাপপ্রবাহ।  

দুপুরে একই সময়ে রাজধানীর উত্তরা, মিরপুরে, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, গুলশান, মহাখালী, মেরুল বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, মালীবাগ, শান্তিনগর, পল্টন, মতিঝিল, মিন্টু রোড, বাংলামোটর,  ধানমন্ডি, ঝিগাতলা, মোহম্মদপুর ও রায়েরবাজারসহ ঢাকার প্রায় সব এলাকায় এই বৃষ্টির খবর পাওয়া গেছে।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি (ছবি: সাজ্জাদ হোসেন)

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা প্রভৃতি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বৃষ্টির ফলে কিছু কিছু জায়গা হতে তা প্রশমিত হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আর বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় মিগজাউম: দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
ডিসেম্বরের শেষ দিকে আসছে শৈত্যপ্রবাহ
সর্বশেষ খবর
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য