X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

রাজধানীতে এক পশলা বৃষ্টি, কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১০:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:১৮

ভোরে আকাশ অন্ধকার করে যে বৃষ্টির আভাস দিচ্ছিল শেষ পর্যন্ত তা না হয়ে এক পশলা বৃষ্টিতেই কেটে গেছে মেঘ। তবে আবহাওয়া অধিদফতর আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীবাসী ভোরে ঘুম থেকে উঠেই দেখে আকাশের মুখ অন্ধকার। এরপর অফিস বা স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা পড়েন বিভ্রান্তিতে। মুষলধারে বৃষ্টি হবে, ঝড় হবে এই আশঙ্কায়। কিন্তু শেষ পর্যন্ত সকাল সোয়া ৯টা নাগাদ এক পশলা বৃষ্টি দিয়েই আপাতত আকাশ পরিষ্কার হয়েছে রাজধানীর।

তবে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এই সময় বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে আছে- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন, শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
তিন বিভাগে বৃষ্টির আভাস
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, হতে পারে আরও কয়েক দিন
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া