X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

কল্যাণপুরে গ্রেফতার হাসান হোসনি দালান হামলায়ও জড়িত

আমানুর রহমান রনি
২৭ জুলাই ২০১৬, ১১:১৮আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১১:৪৯

কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার রাকিবুল হাসান রিগ্যান (১৯) হোসনি দালানে হামলার ঘটনায় জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হাসানকে তারা গ্রেফতারেরও চেষ্টা করেছিল। তবে তাকে খুঁজে পাচ্ছিল না।

রাকিবুল হাসান রিগ্যান

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২৬ জুলাই (মঙ্গলবার) ভোরে ঢাকার কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হয় হাসান।  সে এক বছর আগে বগুড়া শহরের জলেশ্বরীতলায় শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

সূত্রটি জানায়, হোসনি দালানে হামলার ঘটনায় সম্পৃক্ততা ছিল হাসানের। ওই ঘটনার পর সে গা-ঢাকা দেয়। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে সে দ্রুত জায়গা বদল করত। তাই তাকে গ্রেফতার করা যায়নি।

২০১৫ সালের ২৪ অক্টোবর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জঙ্গিরা গ্রেনেড দিয়ে হামলা চালায়। এতে সানজু ও জামাল নামে দুই ব্যক্তি নিহত হন। ওই হামলায় হাসানের সম্পৃক্ততা ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজাল টিমের প্রধান ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসানকে আমরা হোসনি দালানের ঘটনায় খুঁজতেছিলাম। সে সন্দেহভাজন হামলাকারী।’

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াট বাহিনীর বিশেষ অভিযানের সময় ৫ তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাসান ওরফে রিগ্যান। এসময় পুলিশের হাতে ধরা পড়ে সে।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের পরিচয় দিলে তাকে নিয়ে বগুড়াজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পুলিশ ও সাংবাদিকরা তার বাড়ির খোঁজে অনুসন্ধান শুরু করে। অনেক চেষ্টায় দুপুরে শহরের জামিলনগরে তার বাসার সন্ধান পান। এলাকাটি ‘জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট’ হিসেবে সবমহলে পরিচিত।

হাসান কল্যাণপুরের জঙ্গি আস্তানার বিষয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, তার সব তথ্য বিশ্বাস করা যাবে না। তার দেওয়া তথ্যের যাচাই-বাছাই করা হচ্ছে। সে যে সব সত্য বলছে বিষয়টা এমন না।

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন:

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

 কল্যাণপুর আস্তানার ১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

 ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

আটক এক জঙ্গি যা বললো

অভিযান শুরুর আগে শ্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ
জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ
আছে উৎপাদন নিয়ে শঙ্কা, আকারে আশাবাদী চাষিরা
রাজশাহীর আমআছে উৎপাদন নিয়ে শঙ্কা, আকারে আশাবাদী চাষিরা
টিভিতে আজকের খেলা (১২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১২ মে, ২০২৪)
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?