X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১
অপারেশন স্টর্ম -২৬

অভিযান শুরুর আগে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা

উদিসা ইসলাম ও আকবর হোসেন চৌধুরী
২৬ জুলাই ২০১৬, ১১:২৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৮:৪০

কল্যাণপুরে মানুষের ভিড়

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু হওয়ার আগে বাড়িটি পুলিশ ঘিরে ফেললে স্লোগানে স্লোগানে ভরে ওঠে এলাকা। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ছাড়াও জঙ্গিরা ‘ আমরা শহীদ হবো,’ ‘ মৃত্যুকে ভয় করি না’ জাতীয় শ্লোগান দেয়। জঙ্গি আস্তানার আশেপাশের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জাহাজ বিল্ডিংয়ে অভিযান চালানোর আগে পুলিশ আশেপাশের বেশ কয়েকটি মেসে তল্লাশি অভিযান চালায়। ৫ নম্বর সড়কের তাজ বিল্ডিংটির সামনে পুলিশ গেলে সেখানে দুজন ছেলেকে দেখা যায়। তাদের কাঁধে ব্যাগ ছিল। পুলিশ দেখে তারা দৌড় দিলে পুলিশ ফাঁকা গুলি করে। গুলির আওয়াজ শুরু হলে ভবনটির ৫তলা থেকে ছেলেরা স্লোগান দিতে শুরু করে। স্থানীয়রা জানান, ওদের স্লোগান শুনে মনে হচ্ছিল তারা ভাষণ দিচ্ছে।

এলাকাবাসী জানান, ওরা (জঙ্গিরা) বাসার ভেতর ও বারান্দা থেকে বেশকিছু সময় স্লোগান দিতে থাকে। এরপরপরই পুলিশ ফাঁকা গুলি শুরু করে ও অবস্থান নেয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। আর সারা রাতই থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয়রা আরও জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। পাশের বিল্ডিংয়েও অবস্থান নিয়ে গুলি করে তারা।

জঙ্গি আস্তানার সামনের বিল্ডিং এর বাড়িওয়ালা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বাড়ির মালিক এখানে থাকেন না। ছেলে আইনজীবী, বিদেশে থাকে। বরাবরই বাড়িটি মেসবাড়ি হিসেবে ব্যবহার করা হতো। সম্প্রতি কিছু ব্যাচেলরকে বের করে দেওয়া হয়েছে। কেবল একটি ফ্লোরেই ব্যাচেলররা থাকতো। তবে কতজন থাকতো কেউই সঠিক বলতে পারেননি।

পুলিশ গলিটির ‍দুই মুখ বন্ধ করে দেওয়ায় কেউই বাড়িটির কাছাকাছি যেতে পারছে না।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

এ সম্পর্কিত আরও খবর-


 

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার