X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গেট ডিঙিয়ে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে টিকিট বঞ্চিতরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

মিরপুর স্টেডিয়ামের গেট ডিঙিয়ে ভেতরে ঢোকার চেষ্টা বিপিএল ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই উপভোগ করতে শুক্রবার সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মিরপুরে। এক পর্যায়ে শেরেবাংলা স্টেডিয়ামের গেট ডিঙিয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে  ঢুকে পড়েন টিকিট বঞ্চিতরা। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তারা।

শুক্রবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু টিকিটের চেয়ে টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল অনেক বেশি। ঘটনার সূত্রপাত বেলা সাড়ে ১২টার দিকে। ভিআইপি গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে প্রায় ৫০০ জন ঢুকে পড়েন স্টেডিয়াম প্রাঙ্গণে।

রাজীব নামে এক টিকিট প্রত্যাশী বলেন, ‘কালোবাজারে অনেক টিকিট বিক্রি হচ্ছে। ৪০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। এত দাম দিয়ে টিকিট কিনে খেলা দেখা কীভাবে সম্ভব? বিসিবি-পুলিশ জেনেও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছেন না।’

স্টেডিয়াম প্রাঙ্গণে টিকিট প্রত্যাশীদের ভিড় একসময় ‘টিকিট চাই টিকিট চাই’, ‘দালালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘টিকিট নিয়ে দুর্নীতি, চলবে না চলবে না’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে মূল কার্যালয়ের দিকে এগোতে থাকেন টিকিট প্রত্যাশীরা। পুলিশ, আনসার ও ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি অবশ্য। পুলিশ পরিদর্শক দুলাল জানিয়েছেন, ‘টিকিটের জন্য তারা মারমুখি হয়ে উঠেছিল। আমরা তাদের বুঝিয়ে গেটের বাইরে পাঠিয়ে দিয়েছি। আর কোনও সমস্যা নেই।’

একে বিপিএলের ফাইনাল, তার ওপরে সাপ্তাহিক ছুটির দিন। মিরপুরে তাই টিকিট প্রত্যাশীদের একটু বেশিই ভিড় শুক্রবারে।

ছবি: কাইয়ুম আল রনি 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!