X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন, হতাহতের আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৩৭

মিরপুরে বস্তিতে আগুন রাজধানীর মিরপুর-৬ নম্বরে রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের বস্তিতে লাগা আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। তবে, কী কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।’

রাহেলা নামের একজন নারী বলেন, ‘কখন, কোন দিক দিয়ে আগুন লেগেছে, তা  আমি বুঝতে পারিনি। আমি এক কাপড়ে বের হয়ে এসেছি। কোনও কিছু বলতে পারবো না। আমার ছোট ছেলেকে খুঁজে পাচ্ছি না। দুই মেয়েকে নিয়ে আমি বের হয়ে আসছি।’

বস্তিতে অন্তত পাঁচ শতাধিক ঘর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাহাবুদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘ঈদের কারণে বস্তির বেশিরভাগ ভাড়াটিয়া ছিল না। সন্ধ্যার পর হঠাৎ বস্তিতে আগুন লাগে। ইতোমধ্যে বস্তির সব ঘর প্রায় পুড়ে গেছে।’

সাকিব নামের এক কিশোর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যার সময় বস্তির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এসময় বস্তির ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পাই। ভেতরে গিয়ে দেখতে পাই পূর্ব দিকে আগুন জ্বলছে। প্রথমে বস্তির বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু, আগুন এত দ্রুত ছড়িয়েছে যে, আমরা নেভাতে পারিনি।’

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসাবাড়ির সব মানুষ রাস্তায় নেমে আসেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সাধ্য মতো চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের পর অনেকেই তার পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। তবে ধারণা করা হচ্ছে, তারা ভিড়ে হারিয়ে যেতে পারেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোশতাক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখন সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত। আমাদের কাছে নিখোঁজের কোনও অভিযোগ আসেনি।’

মোশতাক আহম্মেদ বলেন, ‘আগুন নেভানোর পর আমরা তথ্য সংগ্রহের বিষয়ে কাজ করবো। আপাতত মানুষের জানমাল রক্ষার জন্য দ্রুত আগুন নেভাতে হবে।’

আরও খবর...
মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

 

/এআরআর/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে