X
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের ছোঁয়া থাকছে বাংলাদেশ গেমসেও। আগামী ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির প্রথম সভা হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ গেমস বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারের বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধন করবেন।’

গেমসটিতে এবার ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। দেশের ২০টি ভেন্যুতে হবে ইভেন্টগুলো, শেষ হবে ১০ এপ্রিল।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/এমওএফ/

সম্পর্কিত

করোনায় আক্রান্ত নারী দলের দুই ক্রিকেটার

করোনায় আক্রান্ত নারী দলের দুই ক্রিকেটার

আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে আবেগে আপ্লুত সেই ডিফেন্ডার

আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে আবেগে আপ্লুত সেই ডিফেন্ডার

ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত তৃতীয় দিন

কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত তৃতীয় দিন

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune