X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আগরতলা থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর ইচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৯:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৯:২০

আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের নকশা ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত আগরতলা বিমানবন্দরটি বাংলাদেশের সীমান্তবর্তী। রানওয়ে ও লাইটিং এলাকা বাংলাদেশের সীমানার কাছেই। এটি মহারাজা বীর বীক্রম বিমানবন্দর নামেও পরিচিত। বাংলাদেশের স্বাধীনতার আগে আগরতলা থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর ও খুলনায় আকাশপথে যাতায়াত হতো।

জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতোমধ্যে রানওয়ে নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। বর্তমানে এয়ারএশিয়া, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া আগরতলা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকে। 

দীর্ঘদিন ধরেই আগরতলা থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়ে আসছে ভারত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে প্রথম সাক্ষাতেই পুনরায় এটি তুলেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কক্ষে আলোচনা হয় তাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার ভারত সফরে যাওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একটি অনুষ্ঠানে আগরতলা-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে প্রস্তাব দেন। আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছিল ভারত। রানওয়েতে লাইটের কমপ্লিট ফেইজের জন্য বাংলাদেশে কিছু অংশে লাইট বসাতে চায় প্রতিবেশী রাষ্ট্রটি।

বৃহস্পতিবারের সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দিনে দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। শক্তিশালী সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।’
বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন একই অভিমত– ‘এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিমান চলাচল পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের অবদানের কথা বাংলাদেশের মানুষ সবসময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুই বন্ধু রাষ্ট্রের জনগণের মধ্যে আরও জোরদার সম্পর্ক উন্নয়নে কাজ করছে।’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী মো. মাহবুব আলীর মন্তব্য, ‘করোনা-পরবর্তী সময়ে পর্যটন শিল্পের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক ভ্রমণের মাধ্যমে এই অঞ্চলের পর্যটন শিল্প কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে। পর্যটন ও এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা উভয়ের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

কোভিড-১৯ মহামারিতে সারাবিশ্বের মতো ভারতীয় এয়ারলাইনসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় এয়ারলাইনসের জন্য সব সাধারণ চার্জ কমানোর অনুরোধ জানান বিক্রম কুমার দোরাইস্বামী। একইসঙ্গে বাংলাদেশের সব বিমানবন্দরে ডিজিটাইজেশন নিয়ে কাজ করার প্রস্তাব দেন তিনি।

 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!