X
বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১ বৈশাখ ১৪২৮

সেকশনস

বঙ্গবন্ধুর ভাষণের এডিটেড কপি সম্প্রচার, সংসদ দায় চাপালো বেতারের ওপর

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১২:০৮

সংসদ অধিবেশন জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে গত রবিবার (১৫ নভেম্বর) জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধা জানাতে সাধারণ প্রস্তাব গ্রহণের আগে ১৯৭২ সালের ৪ নভেম্বর সংসদে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের অডিও শোনানো হয়। স্টিল ছবি যুক্ত করে সংসদে প্রচারিত এই ভাষণটি সম্পাদনা করে প্রচার হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে। সংসদে প্রচারিত ভাষণে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা নিয়ে যে কথা বলেছিলেন, তা বাদ পড়েছে। জাতির পিতার ভাষণের লিখিত কপি ও অডিও শুনে তার সত্যতাও পাওয়া গেছে। অবশ্য বিষয়টি সংসদের নজরেও এসেছে। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে বলা হয়েছে, এই ভাষণটি তারা বাংলাদেশ বেতার থেকে সংগ্রহ করে সম্প্রচার করেছেন। এডিট বা কোনও কিছু হয়ে থাকলে সেখানেই হয়েছে। আর কেবল ধর্ম নিরপেক্ষতার অংশ নয়, সংসদের প্রসিডিংসের আরও কিছু বিষয় ভাষণের অডিওতে নেই।

রবিবার সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার বক্তব্যের পরপরই জাতির পিতার ৪ নভেম্বর ১৯৭২ সালের ভাষণের অডিও শোনানো হয়। ৪৬ মিনিট ৪৫ সেকেন্ডের ভাষণে প্রণীত সংবিধান নিয়ে নানা বিষয় ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু। এতে তিনি বাহাত্তরের রাষ্ট্রীয় চার মূলনীতি— জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। কিন্তু রবিবার সংসদে প্রচারিত অডিওতে মূলনীতির প্রথম তিনটি বিষয় নিয়ে বঙ্গবন্ধুর বক্তব্য তুলে ধরা হলেও ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি যেসব কথা বলেছিলেন, সেই অংশ ছিল না।

সংসদে সম্প্রচারিত বঙ্গবন্ধুর ভাষণের অডিও শুনে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ সম্পাদিত ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৭২-৭৫)’ বইটি পড়ে দেখা গেছে, বঙ্গবন্ধুর ভাষণে সমাজতন্ত্র নিয়ে দেওয়া বক্তব্যের শেষের একটি অংশ এবং ধর্ম নিরপেক্ষাতা নিয়ে তাঁর বক্তব্যের বেশিরভাগ বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বক্তব্যের মূল অংশ বাদ পড়েছে। এর পাশাপাশি সমাজতন্ত্র নিয়েও তার বক্তব্যের ছোট একটি অংশ বাদ পড়েছে। এখানে বঙ্গবন্ধুর ভাষণের যে অংশটি বাদ পড়েছে (শেখ হাসিনা ও বেবী মওদুদ সম্পাদিত বইয়ের আলোকে) তা হলো— ‘…তার পরে আসছে ধর্মনিরপেক্ষতা। জনাব স্পিকার ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করবোও না।’

জনাব স্পিকার, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করবোও না। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রের কারও নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, কারও বাধা দেওয়া ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, তাদের কেউ বাধাদান করতে পারবে না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ তাদের বাধা দিতে পারবে না।

 

‘ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রের কারও নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, কারও বাধা দেওয়া ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, তাদের কেউ বাধাদান করতে পারবে না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ তাদের বাধা দিতে পারবে না।’

ধর্ম নিয়ে সংসদে সম্প্রচারিত বঙ্গবন্ধুর ভাষণের অংশটি হলো—‘আমাদের শুধু আপত্তি হলো এই যে, পবিত্র ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। ২৫ বছর আমরা দেখেছি— ধর্মের নামে কী জুয়োচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যাভিচার এই বাংলার মাটিতে চলেছে। ধর্ম পবিত্র। পবিত্র স্থানে রাখতে দেন। একে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। এখানে যদি কেউ আমাদের বলেন, আমরা অধিকার খর্ব করেছি, অধিকার খর্ব করি নাই। সাড়ে সাত কোটি মানুষের অধিকার রক্ষার জন্য এই অধিকারটুকু আমাদের খর্ব করতে হয়েছে।’ এই অংশটি অডিও ভার্সনে স্থান পেয়েছে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা নিয়ে যে মূল কথাগুলো বঙ্গবন্ধু সংসদে বলেছিলেন, সম্প্রচারিত ভার্সনে সেটা বাদ দেওয়া হয়েছে।

সংসদে বঙ্গবন্ধুর ভাষণের অডিও বাজানোর পর যুক্তরাষ্ট্র প্রবাসী গবেষক মাহবুবুর রহমান জালাল তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সংসদে বঙ্গবন্ধুর ভাষণ এডিট করে প্রচার করার কথা তুলে ধরেন। সুইজারল্যান্ড প্রবাসী ব্লগার অমি রহমান পিয়ালও এ বিষয়টি উল্লেখ করেন। ভাষণে কোন অংশটি বাদ পড়েছে পিয়াল সেটাও তুলে ধরেন।

ভাষণের ধর্ম নিরপেক্ষতার অংশটি বাদ পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই অডিও ভার্সনটি বাংলাদেশ বেতার থেকে নিয়ে এসেছি। আমরা এটাকে এডিট করিনি। আমরা তাদের থেকে যে বক্তৃতা পেয়েছি হুবহু সেটাই শুনিয়েছি। সংসদে এটার কোনও কিছুতেই হাত দেওয়া হয়নি।’

সোশ্যাল মিডিয়ায় এটার জন্য সংসদকে দায়ী করা হচ্ছে প্রশ্নে স্পিকার বলেন, ‘সংসদ এখানে কিছুই করিনি। সংসদ এতে কোনও হাত দেয়নি। ভাষণটি যেভাবে পেয়েছি, সেভাবেই শুনিয়েছি। বাংলাদেশ বেতারে কী হয়েছে সেটা আমরা তো বলতে পারি না। এটা কোথায় পড়েছিল? কে কেটেছে? কে এডিট করেছে? তবে আমাদের সংসদের ছাপানো প্রসিডিংসে যেটা আছে হার্ড কপি। সেটার মধ্যে যে কথাগুলো আছে, তার অনেকটাই অডিও ভার্সনে নেই, এটা ঠিক। শুধু ধর্ম নিরপেক্ষতা নয়, ওর পরেও আরও অনেক কথা আছে, যেটা লিখিত কপিতে আছে, কিন্তু প্রচারিত ভাষণে নেই।’

 

/এপিএইচ/

সর্বশেষ

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুম্ভ মেলায় অংশ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ

কুম্ভ মেলায় অংশ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ

করোনা মোকাবিলায় একশ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা মোকাবিলায় একশ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়

মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়

ফেরানো গেলো না ইফতার বেচাকেনা (ফটো স্টোরি)

ফেরানো গেলো না ইফতার বেচাকেনা (ফটো স্টোরি)

লকডাউনে দোকান খোলায় জরিমানা ৩২ হাজার টাকা

লকডাউনে দোকান খোলায় জরিমানা ৩২ হাজার টাকা

আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

করোনায় টাঙ্গাইল বিএনপি’র সাবেক সেক্রেটারি বুলবুলের মৃত্যু

করোনায় টাঙ্গাইল বিএনপি’র সাবেক সেক্রেটারি বুলবুলের মৃত্যু

আইনের শাসন প্রতিষ্ঠায় খসরুর অবদান উজ্জ্বল হয়ে থাকবে: রাষ্ট্রপতি

আইনের শাসন প্রতিষ্ঠায় খসরুর অবদান উজ্জ্বল হয়ে থাকবে: রাষ্ট্রপতি

ব্রহ্মপুত্রে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

ব্রহ্মপুত্রে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা!

সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা!

আইনের শাসন প্রতিষ্ঠায় খসরুর অসামান্য অবদান রয়েছে: প্রধান বিচারপতি

আইনের শাসন প্রতিষ্ঠায় খসরুর অসামান্য অবদান রয়েছে: প্রধান বিচারপতি

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

করোনা মোকাবিলায় একশ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা মোকাবিলায় একশ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আবদুল মতিন খসরু আর নেই

আবদুল মতিন খসরু আর নেই

গণমাধ্যম ও জনস্বাস্থ্যবিদদের একহাত নিলেন স্বাস্থ্যের ডিজি

গণমাধ্যম ও জনস্বাস্থ্যবিদদের একহাত নিলেন স্বাস্থ্যের ডিজি

শামসুজ্জামান খানের অবদান মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে: রাষ্ট্রপতি

শামসুজ্জামান খানের অবদান মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে: রাষ্ট্রপতি

একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু

একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু

শামসুজ্জামান খান কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

শামসুজ্জামান খান কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

করোনা নেগেটিভ হওয়ার কতদিন পর টিকা, জানালো স্বাস্থ্য অধিদফতর

করোনা নেগেটিভ হওয়ার কতদিন পর টিকা, জানালো স্বাস্থ্য অধিদফতর

ব্রাসেলসে নববর্ষ উদযাপন

ব্রাসেলসে নববর্ষ উদযাপন

রোজা রেখে টিকা নেওয়াতে বাধা নেই: স্বাস্থ্য অধিদফতর

রোজা রেখে টিকা নেওয়াতে বাধা নেই: স্বাস্থ্য অধিদফতর

বৈশাখ এসেছে প্রাণহীন বৈরী পরিবেশে

বৈশাখ এসেছে প্রাণহীন বৈরী পরিবেশে

Bangla Tribune is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.
© 2021 Bangla Tribune