X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জার্মানির ক্ষমতাসীন দলের নতুন প্রধান আরমিন লাশেট

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ২৩:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৮:২৮
image

জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরমিন লাশেট (৫৯)৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের অনুসারি হিসেবে পরিচিত এই নেতা বর্তমানে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রী। শনিবার ডিজিটালি অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে তিনি কট্টর রক্ষণশীল নেতা ফ্রিডরিশ মার্জকে ৫২১- ৪৬৬ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালের ডিসেম্বরে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। পরে এই দায়িত্বে আসেন আন্নেগরেট ক্রাম্প কারেনবাউয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি এই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ভূরাজনৈতিক অস্থিরতা আর মহামারির অনিশ্চয়তার মধ্যে দলীয় প্রধান নির্বাচিত হয়ে আরমিন লাশেট চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নীতির ধারাবাহিকতা অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আগামী ২৬ সেপ্টেম্বর জার্মান চ্যান্সেলর নির্বাচনে লাশেট নিজ দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো করেছেন বলে মনে করা হচ্ছে।

পার্টি কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেওয়া এক বক্তৃতায় আরমিন লাশেট আসন্ন আঞ্চলিক নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থানে নিতে এবং চ্যান্সেলর পদ ধরে রাখতে প্রয়োজনীয় সব কিছু করার অঙ্গীকার করেছেন। সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা করায় অন্য প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিডিইউ’র পাঁচ ডেপুটি ফেডারেল চেয়ারম্যানের একজন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আরমিন লাশেট। শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রশ্নে ২০১৫ সালে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দলের অভ্যন্তরে প্রবল বিরোধিতার মুখে পড়লে তাকে সমর্থন যোগান লাশেট। এরপর থেকেই ম্যার্কেলের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিতি পান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া