X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যেভাবে জয়ী হলেন জাপার একমাত্র মেয়র ডাবলু

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৫:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:২৬

২৭০৪, ২৫৫৮, ২৫৪০, ২৫৩০। এগুলো হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রথম চার প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা। পরস্পরের গায়ে নিঃশ্বাস ফেলা এই ভোটে বিজয়ী হয়ে মেয়র পদের নাগাল পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার ডাবলু। মাত্র ১৪৬ ভোটের ব্যবধানে তিনি (লাঙ্গল ২৭০৪) পেছনে ফেলেছেন এই পৌরসভায় পর পর দুই মেয়াদে নির্বাচিত মেয়র আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে (নৌকা ২৫৫৮)। এর মধ্য দিয়ে সরকারের রানিং মেট জাতীয় পার্টির দুই দফার শূন্য হাতে একটি মেয়র পদ উপহার দিতে সক্ষম হলেন ডাবলু।

অবশ্য টান টান উত্তেজনার এই পৌরসভা নির্বাচনটা আসলে জমিয়ে দিয়েছেন মামুনের গায়ে নিঃশ্বাস ফেলে মাত্র ১৮ ভোটে পিছিয়ে থাকা স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ ২৫৪০) ও তার থেকে ১০ ভোটে পিছিয়ে থাকা এনডিপি'র আহসান হাবীব মাসুদ (সিংহ ২৫৩০)। চতুর্থ অবস্থানে থাকা প্রার্থীরও যখন বিজয়ীর থেকে আড়াইশ’ ভোটেরও কম ব্যবধান হয় তখন সেখানে ভোট কেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু হয়েছে তা ধারণা করা যায়।    

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আব্দুর রশিদ সরকার ডাবলুকে মেয়র বিজয়ী ঘোষণা করেন।

এ নির্বাচনে মেয়র পদে এদের বাইরে আরও তিনজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ কুমার সাহা (মোবাইল) পেয়েছেন ৯৩৪ ভোট। অন্যদিকে, বিএনপি'র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ (ধানের শীষ) পেয়েছেন ২০০ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আল শাহাদাত জিকো (জগ) ভোট পেয়েছেন মাত্র ৪২।

নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ভোটকেন্দ্রের ৪৪টি ভোটকক্ষে পৌর এলাকার মোট ১৪ হাজার ৭১ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৫০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সরকারের রানিং মেট থাকলেও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলীয় অন্তর্কলহসহ নানা কারণে মাঠের রাজনীতিতে জায়গা হারিয়ে ফেলছে জাতীয় পার্টি। তার প্রমাণ দুই দফার পৌরসভা নির্বাচনে মাত্র একটি মেয়র পদ লাভ। তবে সরকারি দলের দুই দফার মেয়রকে পরাজিত করা এই বিজয় দলটিকে আত্মবিশ্বাস ফেরাতে টনিক হিসেবে কাজ করতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক