X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ২১:৫৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৫৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার। খেলা ক্যারিবিয়ানদের বিপক্ষে হলেও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনায় এখনই নিউজিল্যান্ড সিরিজ! সেখানকার পেস-নির্ভর কন্ডিশনের কথা চিন্তা করে হোম সিরিজে তিন পেসার নিয়ে একাদশ সাজানোর কথা জানালেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে খেলবেন সাকিব-তামিমরা। দলের পেসারদের কিউই কন্ডিশনের চ্যালেঞ্জের জন্য এখন থেকেই প্রস্তুত করতে চান ডোমিঙ্গো, ‘আগামী ৬ সপ্তাহের মধ্যেই আমাদের নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলতে হবে। ওখানে কেবল একজন মাত্র স্পিনার খেলাবো। তাই এই সিরিজ থেকেই আমাদের পেসারদের তৈরি করতে হবে। এখানে তিন পেসার ছাড়া আমি কোনও ওয়ানডে খেলবো না।’

৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ দলকে কোনোভাবেই স্পিন-নির্ভর দলে পরিণত করতে চান না ডোমিঙ্গো, ‘এতে কোনও সন্দেহ নেই যে, আমরা সবসময় ৫০ ওভারের ম্যাচে কমপক্ষে তিন পেসার খেলাতে চেয়েছি। এই মুহূর্তে দলে রোমাঞ্চকর কিছু তরুণ পেসার রয়েছে। শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদের মতো ছেলেরা। রুবেল ও মোস্তাফিজ সত্যিই দুর্দান্ত বোলিং করছে। তাসকিনের বোলিংয়ে উন্নতির ছাপ দেখা গেছে। একে অন্যের সঙ্গে নিজের পজিশন পেতে লড়াই করছে। ওদের ওয়ানডে খেলার সুযোগ আমাদের করে দিতে হবে। আমরা কেবল স্পিন-নির্ভর একটা দলে পরিণত হতে পারি না।’

কুয়াশার কারণে তিন পেসার খেলানোর পক্ষে ডোমিঙ্গো, ‘এই শীতের সময় খেলা শুরু হবে সকাল সাড়ে ১১টায়, কুয়াশা ও শিশিরের জন্য প্রথম ঘণ্টায় একটু মুভমেন্ট থাকতে পারে। দুই দিকই কাভার করাটা আমাদের নিশ্চিত করতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক