X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

গবেষণায় দুই বিভাগে যবিপ্রবির দ্বিতীয় ও নবম স্থান অর্জন

যবিপ্রবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২৩:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২৩:১১

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় ২০২০ সালে  দ্বিতীয় স্থান ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সম্প্রতি বাংলাদেশ গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সাইন্টিফিক বাংলাদেশ’ যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্কোপাস’ ডাটাবেইজের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

স্কোপাসের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী গত বছর যবিপ্রবির গবেষকরা ২০০টির অধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। প্রতিবেদনটিতে ২০২০ সালে গবেষণা নিবন্ধসহ ৮ হাজার ১৪০টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গবেষণায় সাফল্য অর্জনের বিষয়ে যবিপ্রবি উপাচার্য ও বিশিষ্ট অণুজীববিজ্ঞানী  অধ্যাপক ড. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এই  বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই এটিকে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করার ঘোষণা দিয়েছিলাম। এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই তরুণ, তারা আমার আহ্বানে সাড়া দিয়েছে এবং তারা মাত্র দুই বছরে প্রমাণ করেছে যবিপ্রবি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় অগ্রগামী। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে ফ্যাকাল্টি সংখ্যা অনেক কম হলেও প্রতিটি ফ্যাকাল্টিতে কমপক্ষে একজন একটি আন্তর্জাতিক প্রকাশনা করেছে যা দেশের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত হয়নি। শুধু প্রকাশনা নয়, ইতোমধ্যে তারা চারটি প্যাটেন্ট রাইটের জন্য জমা দিয়েছে।’

যবিপ্রবির এমন গৌরবময় অর্জনে তরুণ শিক্ষকসহ সকল শিক্ষকদেরকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা নতুন একটি পরীক্ষাগার তৈরির জন্য ৫০ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি। যদি সেটা পাশ হয় এবং বিশ্ববিদ্যালয়কে ঠিকমত সঠিক সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এটি খুব দ্রুতই দেশে  বিজ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ