X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অবশেষে সেই ইউপি চেয়ারম্যান স্থায়ী বরখাস্ত

গাইবান্ধা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৯:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় নয়-ছয় ও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীমকে অবশেষে চূড়ান্তভাবে অপসারণ (স্থায়ী বরখাস্ত) করা হয়েছে। একইসঙ্গে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকায় অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে ৪০০/৫০০ টাকা করে আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় গত ২৪ জুন চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, সাময়িক বরখাস্ত চেয়ারম্যান আরিফুর রহমানের পাঠানো শোকজ নোটিশের জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (ঘ) ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে চেয়ারম্যানের পদ হতে অপসারণ করা হলো। একই সঙ্গে ৩৫ (২) ধারায় তার পদটি শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য ইউএনও’কে নির্দেশ দেওয়া হয়।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনটি এখনও দফতরে পৌঁছেনি বলে জানান সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবী নেওয়াজ। প্রজ্ঞাপনের কপি হাতে পেলেই পদটি শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানান তিনি।

এর আগে, করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় ব্যাপক অনিয়ম-নয়-ছয় ছাড়াও চেয়ারম্যান আরিফুর রহমান তার স্ত্রী-মেয়েসহ ব্যক্তিগত সহকারীর মোবাইল নম্বর ব্যবহার এবং উপকারভোগীদের কাছে অর্থ আদায়ের ঘটনায় গত ৯ জুন সচিত্র প্রতিবেদন প্রচার করে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যম। এ নিয়ে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে গত ১৬ জুন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় (গত বছরের ২৪ জুন) অভিযুক্ত চেয়ারম্যান আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়।

উল্লেখ্য, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের প্রকৃত কর্মহীন ও দুস্থ-অসহায়দের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় ৫৯৪ জনের নাম অন্তর্ভুক্ত করেন চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী। কিন্তু, তালিকাতে সুবিধাভোগীর নামের পাশে নিজের স্ত্রী-মেয়ে ও ব্যক্তিগত সহকারী আ. রাজ্জাকের একাধিক মোবাইল নম্বর জুড়ে দেওয়াসহ রাজনৈতিক নেতাকর্মী এবং বিত্তশালীদের নাম অন্তর্ভুক্ত করেন তিনি। শুধু তাই নয়, চা-পান খাওয়াসহ নানা অজুহাতে সুবিধাভোগী অনেকের কাছে ৪০০/৫০০ টাকা করে হাতিয়ে নেন চেয়ারম্যান ও তার লোকজন।

এদিকে, সাময়িক বরখাস্তের পর থেকেই এলাকাতে দেখা যাচ্ছে না আরিফুর রহমানকে। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক