X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ঢামেকে সবার আগে ভ্যাকসিন পাবেন হাসপাতালের স্টাফরা

আমিনুল ইসলাম বাবু
২১ জানুয়ারি ২০২১, ১৯:৪২আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২০:৩৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সবার আগে করোনা ভ্যাকসিন পাবেন এই হাসপাতালের স্টাফরা। তাদের দেওয়ার মাধ্যমে শুরু হবে ঢামেকে ভ্যাকসিন প্রয়োগ। এ জন্য পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সব কার্যক্রম হাতে নিয়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিকল্পনার বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে প্রথমত হাসপাতালের স্টাফদের দিয়ে শুরু করবো। এ জন্য তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত ঢামেকের জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডটিকে এ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য যা কিছুই করা হবে, সবই মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি নিয়ম মেনে করা হচ্ছে।’ কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য বেশ কয়েকটি বুথ তৈরি করা হবে। প্রতিটি বুথের জন্য নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকসহ একটি টিম নির্ধারণ করা হবে। এ জন্য তাদের ট্রেনিং দেওয়া হবে। আমাদের এখানে কিছু ট্রেইনার রয়েছে। যত বুথ হবে, সেখানে যাদের দিয়ে কাজগুলো করানো হবে, সবাইকে ট্রেনিং দেওয়া হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘এখনও পুরোপুরি নির্দেশনা আসেনি। যতটুকু নির্দেশনা পেয়েছি, সে অনুপাতেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

কবে নাগাদ ভ্যাকসিন পাচ্ছেন এবং  কবে নাগাদ প্রয়োগ শুরু হতে পারে প্রশ্নে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত হতে পারিনি। তবে অতি শিগগির সম্ভব হবে। কাজটি যেহেতু বিশাল, সেজন্য আগে থেকে প্রস্তুতির দরকার আছে। আমরা সেই কাজটিই করছি।’

আরও পড়ুন:

ভিআইপি নয়, যাদের প্রয়োজন তাদের আগে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী 

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন