X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীনদের জন্য প্রস্তুত ১০৯১ ঘর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:০৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ৯১ জন ভূমি ও গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি ঘর। ইতোমধ্যে ঘরগুলো প্রায় প্রস্তুত করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সরকারিভাবে নির্মিত এসব ঘর উদ্বোধন করবেন। সারাদেশে মডেল আটটি উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া একটি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এ তথ্য জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য জেলার নয়টি উপজেলায় সরকারি খাস জমিতে এইসব ঘর নির্মাণ করা হয়েছে। জেলায় মোট এক হাজার ৯১টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩২টি, বিজয়নগরে ১০০টি, সরাইলে ১০২টি, নবীনগরে ৪৮৫টি, নাসিরনগরে ৯১টি, বাঞ্ছারামপুরে ৬৪টি, আশুগঞ্জে ৬৮টি, কসবায় ১০৪টি ও আখাউড়া উপজেলায় ৪৫টি পরিবার সরকারি এই ঘর পাবেন। ইতোমধ্যেই এসব ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট জেলায় সরাসরি সংযুক্ত হবেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা রয়েছে। প্রতিটি ভূমিহীন পরিবারকে দুই শতক সরকারি জমির ওপর এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ, একটি পাকঘর, একটি ওয়াশরুম ও একটি বারান্দা বিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের আয়তন ৩৯৪ বর্গফুট। ইতোমধ্যেই সুবিধাভোগী ভূমি ও গৃহহীনদের নামে ভূমির দলিল রেজিস্ট্রি করা হয়েছে।’

তিনি আরও জানান, কয়েকটি আশ্রয়ন প্রকল্পের সামনে খোলা মাঠ রয়েছে। ইতোমধ্যেই নির্মাণ করা প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পানির সমস্যা সমাধানে প্রকল্পে টিউবওয়েল বসানো হয়েছে।

জেলা প্রশাসক জানান, নির্মাণ করা ঘর ভূমিহীনদেরকে বুঝিয়ে দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে যাদের ভূমি ও ঘর নেই (ক-শ্রেণি) তাদের জন্য ছয় হাজার এবং যাদের ভূমি আছে ঘর নেই (খ-শ্রেণি) তাদের জন্য নয় হাজার ৭৯১টি ঘর নির্মাণ করে দেওয়া হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, কিশোর কুমার দাস, সন্দীপ তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা