X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জুয়ায় পথে বসছে নিম্ন আয়ের মানুষ, প্রয়োজন যুগোপযোগী আইন

আমানুর রহমান রনি
২৪ জানুয়ারি ২০২১, ১৩:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৩:০০

সিএনজিচালিত অটোরিকশা চালক রাসেল। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে স্ত্রী-সন্তান নিয়ে থাকে। একদিন অটো চালায় তো দুদিন তার খোঁজ থাকে না।নিরুদ্দেশ রাসেল এই দুদিন মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন একটি বাসায় টানা জুয়ার আসরে থাকে। স্ত্রীর গহনা থেকে বাসার আসবাব বিক্রি করে সব শেষ করেছে সে। সন্তান, সংসার ভুলে এভাবে রাসেলের মতো রাজধানীর অসংখ্য নিম্ন আয়ের তরুণ, যুবক জুয়ার আসরে পড়ে থাকে। তাদের জুয়ার আসরে প্রবেশের গল্প একইরকম। প্রথমে নিছক বিনোদনের জন্য প্রবেশ করে। তারপর নেশায় আসক্ত হয়ে নিজের ও পরিবারের অর্থ এবং মূল্যবান জিনিস জুয়ায় উড়িয়ে নিঃস্ব হয়ে যায়। অটোচালক, দিনমজুর, ভ্যানচালক এবং অসংখ্য নিম্ন আয়ের মানুষ এভাবে সংসার হারিয়েছে, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, জুয়া প্রতিরোধে দ্রুত যুগোপযোগী আইন প্রণয়ন করা প্রয়োজন।

মূলত ক্যাসিনোবিরোধী অভিযানের পর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে জুয়ার বিস্তার হয়েছে। বাসাবাড়ি ছাড়াও এলাকার ছোট ছোট ক্লাব, বাজার, রাজনৈতিক কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের জন্য জুয়ার আয়োজন করে একশ্রেণির অসাধু ব্যক্তি। যারা এভাবে সবাইকে নিঃস্ব করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে।  

তবে সব ধরনের জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান অব্যাহত থাকলেও এখনও বন্ধ হয়নি জুয়াড়িদের প্রকোপ। র‌্যাব-১০-এর একটি ইউনিট গত ১৭ দিনে রাজধানীর যাত্রাবাড়ী, বাবুবাজার, চকবাজার, হাজারীবাগ, বংশাল, কামরাঙ্গির চর ও কেরানীগঞ্জ থেকে ২১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। অভিযানে প্রায়ই তাদের হাতে জুয়াড়ি ধরা পড়ছে। এর পর তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করছেন। কিন্তু আইনের সীমাবদ্ধতার কারণে আবারও তারা সহজেই বের হয়ে পুনরায় একই কাজ করছে।

আইনজ্ঞসহ সংশ্লিষ্টরা বলছেন, ক্যাসিনোবিরোধী অভিযানের পরই যুগপোযোগী একটি আইন করার বিষয়ে আলোচনা হলেও এখনও তা বলবৎ করা যায়নি। এছাড়াও এসব ঘটনায় মামলা হলেও কোনও এফআইআর হয় না। সরাসরি কোর্টে চালান করা হয়। স্বল্প কারাদণ্ড বা জরিমানা করা হয়।  লঘু শাস্তির ফলে আবারও একই কাজ করে তারা।

১৯৭৬ সালের ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে জুয়ার বিষয়ে দুটি ধারা আছে। ৯২ ধারা বলছে, যারাই জুয়া খেলার উদ্দেশ্যে কোনও সড়ক বা জনসমাগমস্থলে মিলিত হবে, তাদের অনধিক ১০০ টাকা জরিমানা করা যাবে। ৯৩ ধারা বলছে, গণবিনোদনে কেউ কোনও খেলায় যুক্ত হলে তাকে অনধিক ২০০ টাকা জরিমানা করা যাবে। সেদিক থেকে পুলিশ অধ্যাদেশের চেয়ে ১৮৬৭ সালের আইনটি কিছুটা নির্দিষ্ট। সেখানে ‘জুয়ার’ সংজ্ঞার বিষয়ে স্পষ্টতা লক্ষ করা যায় না। কিন্তু কমন গেমিং হাউসের সংজ্ঞায় পরিষ্কার বলা হয়েছে, কোনও বাড়ি, কক্ষ, তাঁবু বা গাড়িসহ যেকোনও স্থানই হোক না কেন, সেখানে মুনাফা বা লাভের আশায় কোনও খেলার সামগ্রী ব্যবহৃত হলে তা দণ্ডনীয়। এ আইনে জুয়া খেলার অপরাধে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড রয়েছে। ক্ষেত্র বিশেষে উভয় দণ্ড কার্যকর করার বিধানও রাখা হয়েছে আইনটিতে।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক বলেন, ‘এখন অনলাইনসহ ডিজিটাল প্রক্রিয়ায় জুয়া হচ্ছে, যার জন্য একটি যুগপোযোগী আইন দরকার। তাই অনুরোধ থাকবে, দ্রুত একটি আধুনিক আইন প্রণয়নের।’ হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের এই প্রেসিডেন্ট আরও জানান, জুয়ার বিষয়ে একটি যুগপোযোগী আইন প্রনয়ণে সরকারের দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত। 

জুয়ার বিস্তৃতি রোধে থানা পুলিশ ও জনপ্রতিনিধিদেরও আরও ভূমিকা রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র অতিরিক্ত ডিআইজি ওয়ালিদ হোসেন বলেন, ‘সামাজিকভাবে জুয়া আমাদের জন্য ক্ষতিকর। তাই এ বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে, যখনই এ ধরনের কোনও তথ্য পাওয়া যাবে, দ্রুত তা বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা নিতে হবে।’ ডিএমপি জুয়া বন্ধে কঠোর অবস্থানে রয়েছে, জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক