X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে করোনা টিকা দেওয়া হবে ২৪ বুথে

নীলফামারী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২১:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:০৮

নীলফামারীর ছয় উপজেলার ছয়টি কেন্দ্রে মোট ২৪টি বুথে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য জেলাজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই এই কার্যক্রম শুরু হবে। এখন চলছে তালিকা তৈরি এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কাজ। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে জেলা টিকা প্রয়োগ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর জানান, এ জেলার জন্য প্রথম পর্যায়ে ৬০ হাজার টিকার ডোজ পাওয়া যাবে। এ জন্য প্রতিটি উপজেলায় ইপিআই প্রকল্পের টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

কমিটির সভাপতি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে প্রয়োগ করা টিকার জন্য কোনও মূল্যে পরিশোধ করতে হবে না টিকা গ্রহীতাকে। প্রথম পর্যায়ে এ জেলায় ৬০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে। তা শিগগিরই এসে পৌঁছবে। ছয় উপজেলার প্রতিটি হাসপাতালে চারটি করে টিকা প্রয়োগের বুথ থাকবে। অন্যান্য ইপিআই কার্যক্রমের চেইনের আদলেই টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন গড়ে ১০০-১৫০ জনকে এই টিকা প্রয়োগ করা হবে। প্রতিটি বুথে দুজন নার্স ও চার জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করার সাত দিন আগে তাদের টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রম শুরু করার পর টিকা গ্রহীতাদের কেন্দ্রের ওয়ার্ডের বিছানায় ৩০ মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

সভায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সিভিল সার্জন জানান, প্রত্যেক টিকারই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। জ্বর আসে, ব্যথা হয়। এ ক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া দেখা গেলে অন্যান্য স্বাভাবিক টিকার মতো ব্যবস্থা নেওয়া হবে। করোনা টিকা নিয়ে কেউ মারা যাবে না।

তিনি আরও জানান, করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা আগে পাবেন। কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। সাধারণ লোকজনকেও জোর করে টিকা দেওয়াও হবে না। যারা টিকা নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট নিয়মে আবেদন করবেন। যারা টিকা নিতে আগ্রহী তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই এই তালিকা তৈরির কাজ সম্পন্ন হবে।

সভায় উপস্থিত ছিলেন– নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা আনসার ভিডিবি কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা দুজন গণ্যমান্য ব্যক্তি, দুজন এনজিও প্রতিনিধি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা