X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নির্বাচন হয়, ভোটার ভোট দিতে পারে না: মিনু

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২১:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:১৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের মানুষ আজ দিশেহারা। নির্বাচনের নামে নির্বাচন হয়, ভোটার তার ভোট দিতে পারে না। স্বাধীনতা মানুষের অধিকার। কিন্তু স্বাধীনতা খর্ব করে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল। তারেক রহমানের নির্দেশে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে বিএনপি। ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমানের ঘোষণায় দেশে স্বাধীনতার ডাক শুনেছিল আপামর বাঙালিরা। আর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সৃষ্টি হয়েছিল ১৬ ডিসেম্বরে,

মুক্তিযুদ্ধে নয়।

মিনু আরও বলেন, ১ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হবে। যা সারাদেশে পালিত হবে আগামী ডিসেম্বর অবধি। এই উৎসবে জিয়াউর রহমানের জীবনী সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হবে। লন্ডন থেকে তারেক রহমান এ বিষয়ে তদারকি করছেন। এটা উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জাতির কাছে এবার উদাহরণ সৃষ্টি হবে।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান,

হেলালুজ্জামান তালুদার লালু, কাহালু-নন্দীগ্রামের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ