X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০১:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০১:৪২

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে (২৪) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের কর্মী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাপড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। দীপ্ত পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আজাহার ব্যাপারীর ছেলে।

দীপ্ত বলেন, ‘সন্ধ্যায় মোটরসাইকেলে আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কর্মী পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, আলিফ মাহমুদ রুদ্রর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে তারা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।’

স্বজনরা জানান, কুপিয়ে ফেলে রাখা হলে স্থানীয় দীপ্তকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।’

স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম ব্যাপারী জানান, ‌নৌকা মার্কার প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার কর্মী সমর্থক‌দের ওপর হামলা করা শুরু করেছেন। এগু‌লো বন্ধ না কর‌তে পারলে আগামী ১৪‌ ফেব্রুয়ারির নির্বাচন আ‌দৌও সুষ্ঠু হ‌বে কিনা তা নি‌য়ে সংশয় রয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী বিপুল হাওলাদার বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি বা ছাত্রলীগ জড়িত নয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।’

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার বলেন, ‘দ্বীপ্তর হাতের বাম পাশে, পেছনে ও মাথায় আঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক