X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে যাচ্ছে ৪৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

বাগেরহাট প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২১:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৪৬

বাগেরহাটে ৪৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন প্রথম ধাপে রবিবার (৩১ জানুয়ারি) যাবে। ইতোমধ্যে এই ভ্যাকসিন সংরক্ষণ ও প্রদানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। অ্যাপসে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে।

বুধবার (২৭ জানুয়ারি) জেলা সিভিল সার্জন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘টিকা সংরক্ষণের জন্য জেলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সাড়ে সাত থেকে আট লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা যাবে।’

ডা. কেএম হুমায়ুন কবির আরও বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের করোনা টিকা দেওয়ার হবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়। তবে তালিকা নয়, অ্যাপসে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে। যারা প্রথমে রেজিস্ট্রেশন করবে তাদের ওই তালিকা দেখে যাচাই-বাছাই শেষে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন কোথায় তাকে টিকা দেওয়া হবে। এরপর যথা স্থানে তাকে টিকা দেওয়া হবে।’

টিকা দেওয়ার জন্য বাগেরহাট সদর হাসপাতালে আটটি, সিভিল সার্জনের কার্যালয়ে একটি, আটটি উপজেলায় দুটি করে, ৭৫টি ইউনিয়নে একটি করে মোট ১০২টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ দুই জন স্বাস্থ্যকর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা দেশে পৌঁছায়। সোমবার (২১ জানুয়ারি) ভারত থেকে দেশে আসে সরকারের কিনে নেওয়া তিন কোটি ভ্যাকসিনের প্রথম ৫০ লাখ ডোজ। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ঢাকা থেকে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কাছে সব টিকা পৌঁছে দিবে।

/এনএস/
সম্পর্কিত
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে