X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনার উৎস নিয়ে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)- এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন,  করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও- এর পক্ষ থেকে করোনার উৎস অনুসন্ধানে চীন সফর করা একটি মিশন গত সপ্তাহে জানিয়েছে, গবেষণাগার থেকে ভাইরাসের ছড়িয়ে পড়া তারা খতিয়ে দেখছেন না। তাদের মতে, এমনটি হওয়ার সম্ভাবনা একেবারে কম। যুক্তরাষ্ট্র এই অবস্থানকে সমর্থন করছে না। তারা বলেছে, মিশনের সংগৃহীত তথ্য তারা নিজেরা পর্যালোচনা করবে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, কিছু প্রশ্ন হাজির হয়েছে। বলা হচ্ছে কিছু অনুমান বাতিল করা হয়েছে। টিমের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে আরও পর্যালোচনা ও গবেষণার জন্য সব অনুমান বিবেচনায় রয়েছে।

গেব্রিয়াসিস আরও বলেন, কিছু কাজ মিশনের এখতিয়ার ও সুযোগের বাইরে। আমরা সব সময় বলে আসছি যে, এই মিশন সব প্রশ্নের জবাব খুঁজে পাবে না। কিন্তু তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যা করোনার উৎস সম্পর্কে জানতে সহযোগিতা করবে।

চীনে করোনার উৎস খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে তিনি বলেন, খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সংক্রমণের খবর প্রকাশের পর বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, ভাইরাসটি সম্ভবত চীনের উহান শহরের কোনও এক বাজারের বন্যপ্রাণীর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে আসছে। সঙ্গে আরও কিছু পশ্চিমা দেশ এই ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দাবি তুলেছিল।

চীন সফররত ডব্লিউএইচও’ তদন্ত দলের প্রধান পিটার বেন এম্বারেক মঙ্গলবার গবেষণাগার থেকে করোনার ছড়িয়ে পড়ার বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, উৎস শনাক্তে আরও অনেক কাজ প্রয়োজন।

 

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!