X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জেরায় সাংবাদিক আরিফকে অপ্রাসঙ্গিক প্রশ্ন ও ব্যক্তিগত আক্রমণ কুড়িগ্রামের সেই ডিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৮

ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগীয় মামলায় এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন কুড়িগ্রাম জেলার তদানীন্তন জেলা প্রশাসক মোছা. পারভীন সুলতানা। ওই ঘটনার  `মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত এবং এ কারণে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার হয়ে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সুলতানা তার জেরাতেও সাংবাদিক আরিফকে  ব্যক্তিগত আক্রমণ করেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিভাগীয় মামলার সাক্ষ্য গ্রহণের সময় অপ্রাসঙ্গিক প্রশ্নও করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাবেক ওই জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন সাংবাদিক আরিফ। পরে জেরায় আরিফকে অপ্রাসঙ্গিক প্রশ্নসহ ব্যক্তিগত আক্রমণ করেন অভিযুক্ত জেলা প্রশাসক (সাবেক) মোছা. সুলতানা পারভীন। তদন্ত কমিটিতে সাক্ষ্য নেওয়া হয় আরিফুল ইসলাম রিগানের স্ত্রী মোস্তারিমা সরদার নিতুরও।

বিভাগীয় মামলার তদন্ত বোর্ডের আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. আলী কদর নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ও তার স্ত্রী মোস্তারিমা সরদার নিতুর সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় তদন্ত বোর্ডের সদস্য যুগ্মসচিব আমেনা বেগম উপস্থিত ছিলেন।  সাক্ষ্যগ্রহণের সময় আরিফ ও তার স্ত্রীকে দুই ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ ও জেরা করেন কুড়িগ্রামের সেই জেলা প্রশাসক (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত) মোছা. সুলতানা পারভীন।

তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের আরিফুল ইসলাম রিগান বলেন, ‘সাক্ষ্যগ্রহণের সময় আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন কুড়িগ্রামের সাবেক সেই জেলা প্রশাসক সুলতানা পারভীন। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, "আপনি কুড়িগ্রাম প্রেস ক্লাবের সদস্য? কুড়িগ্রামে তো অনেক সাংবাদিক রয়েছে। তারা কেউ তো পুকুরের নামকরণ নিয়ে নিউজ করেনি। আপনি করেছেন কেন? আপনি কি কুড়িগ্রামের মাথা হয়ে গেছেন?"'

আরিফ আরও বলেন, ‘সাক্ষ্যে আমাকে ক্রসফায়ারে দেওয়ার প্রসঙ্গ টেনে সুলতানা পারভীন জেরায় জিজ্ঞাসা করেন, "কে ক্রসফায়ার দেয় আপনি জানেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ক্রসফায়ার দিতে পারেন? বলেন তো ক্রসফায়ারে কে দেয়?'"

রিগান বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তরে বলেছি ক্রসফায়ার আইনগত কোনও পদ্ধতি নয়। আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে ক্রসফায়ারে দিতে নিয়ে গিয়েছিল বলেই আমি বলেছি।’ তবে সুলতানা পারভীনের এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের বিরোধিতা করেন তদন্ত বোর্ডের প্রধানসহ একাধিক সদস্য। তারা সাবেক এই জেলা প্রশাসককে প্রাসঙ্গিক ও যৌক্তিক প্রশ্ন করার নির্দেশনা দেন।’

আরিফ জানান, সুলতানা পারভীন অপ্রাসঙ্গিক প্রশ্ন ছাড়াও তদন্ত বোর্ডকে বিভ্রান্তিকর তথ্য  দিয়ে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করেন। তবে তদন্ত কমিটির কাছে কারাগার থেকে বের হওয়ার পর মোবাইলে কথোপকথনের সত্যতা স্বীকার করেন সুলতানা পারভীন।

বিভাগীয় মামলার জেরায় অপ্রাসঙ্গিক বিষয় তুলে সুলতানা পারভীন দাবি করেন, ‘কুড়িগ্রামে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। আটককৃতদের মধ্যে আপনার (সাংবাদিক আরিফের) লোক ছিল।'

সুলতানা পারভীনের এমন দাবি প্রত্যাখ্যান করে আরিফ বলেন, 'তিনি (সুলতানা পারভীন) মূলত তদন্ত কমিটির কাছে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছেন। আমার বিরুদ্ধে করা তার প্রতিটি অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমি প্রতিটি অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছি।'

আরিফ আরও জানান, ১৫ মার্চ ২০২০ তারিখে আপনি কারাগার থেকে কয়টায় বের হয়েছেন? কারাগার থেকে কে আপনাকে নিয়ে এসেছিল? ডিসি আপনাকে কয়টায় ফোন দিয়েছিল? সুলতানা পারভীন কুড়িগ্রামে থাকা অবস্থায় (দুই বছরে) আপনি কতবার তার সঙ্গে কথা বলেছেন?’- সাক্ষ্য লিপিবদ্ধকারী কর্মকর্তা তাকে এ ধরনের প্রশ্ন করেন জেরার সময়।

আরিফ সাংবাদিকদের বলেন, 'তদন্ত কমিটিতে যিনি আমার সাক্ষ্য লিপিবদ্ধ করছিলেন, তিনি আমার ও আমার স্ত্রীর সাক্ষ্যের বেশ কিছু অংশ বাদ দিয়েছেন। কী কারণে তা করা হলো তা আমরা বুঝতে পারিনি। তবে এ ঘটনা দেশবাসী সবাই জানে। আমি আশাবাদী, শেষ পর্যন্ত ন্যায়বিচার করবেন তারা।'

রিগানের মামাতো ভাইয়ের প্রসঙ্গ টেনে সুলতানা পারভীন জেরায় অপ্রাসঙ্গিকভাবে জানতে চান, ‘আপনি জেলখানায় খাবার সরবরাহ করেন কিনা? আপনার মামাতো ভাইয়ের সঙ্গে ব্যবসা করেন কিনা?’ জবাবে রিগান বলেন, ‘আমি কারাগারে খাদ্য সরবরাহ করি না, আমার মামাতো ভাই করেন। আমি কোনও ব্যবসা করি না। আমার ব্যবসায়িক কোনও লাইসেন্সও নেই।’

আরিফ বলেন, ‘সুলতানা পারভীনের এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নে তদন্ত কমিটির এক সদস্য সায় দেন। অপ্রাসঙ্গিক এসব প্রশ্নের উত্তর দিতে চাপও প্রয়োগ করেন সুলতানা পারভীন।’

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের ভেতর কিছু সরকারি গাছ কাটা নিয়ে সংবাদ পরিবেশন ও সেই সংবাদের প্রতিবাদ প্রকাশ নিয়ে গণপূর্ত বিভাগ থেকে টাকা নেওয়া হয়েছে এমন দাবি করে এর সত্যতা জানতে চান সুলতানা পারভীন।

সাংবাদিক আরিফকে নির্যাতনের দায়ে অভিযুক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসনের সেই চার কর্মকর্তা

জবাবে তদন্ত কমিটিকে আরিফ বলেন, ‘আমি গাছ কাটা নিয়ে প্রতিবেদন করেছি। কিন্তু এর প্রেক্ষিতে আমি কারও কাছে কোনও টাকা নেইনি। এটা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য। কোনও প্রমাণ থাকলে দেখান। আমাকে বিব্রত করার জন্য এসব কথা বলা হচ্ছে।'

জবাবে সুলতানা পারভীন এর কোনও প্রমাণ কমিটিকে দেখাতে পারেননি।

সূত্র জানায়, পুরো জেরায় মূল ঘটনাকে পাশ কাটিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করে সাংবাদিক আরিফকে হেয় করার চেষ্টা করেন সুলতানা পারভীন। তবে রহস্যজনক কারণে সুলতানার এমন জেরায় মনোযোগ ছিল কমিটির, তারাও মূল ঘটনা জানতে চেয়েছেন কম।

জেরা শেষে ছয় পৃষ্ঠার সাক্ষ্য ও তিন পৃষ্ঠার জেরার কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে আরিফের স্ত্রী মোস্তারিমা সরদার নিতুর সাক্ষ্য নেয় তদন্ত কমিটি।

নিতু জানান, তারও পুরো বক্তব্য নেয়নি তদন্ত কমিটি। তাকে অনেক কিছু বলা থেকে বিরত রাখা হয়েছে।

নিতু বলেন, ‘আমার কাছে মনে হয়েছে তদন্ত কমিটি তাদের অভিযুক্ত কর্মকর্তাদের ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আছেন। আমার স্বামীকে বিনা দোষে মধ্যরাতে ধরে নিয়ে নির্যাতন করে কারাগারে দেওয়া হলেও গত প্রায় এগারো মাসে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা আমরাই নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। আমাকে পুরো বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। ফলে আমার কাছে মনে হয়েছে এসব ফরমালিটি মাত্র।’

জেরার বিষয়ে জানতে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে পরিবারের অপর এক সদস্য ফোন ধরে জানান, তিনি এখন রেস্টে আছেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করা হয়। এরপর অধূমপায়ী আরিফকে আধাবোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে ১৫ মার্চ তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে কুড়িগ্রামের তদানীন্তন ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একইসঙ্গে এ ঘটনায় বিভাগীয় মামলা দায়ের হয় এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে মন্ত্রণালয়। এদিকে একই ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলামের দায়ের করা মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। 

আরও পড়ুন:

সাংবাদিক আরিফুলের দেওয়া নির্যাতনের বর্ণনায় একমত রিন্টু বিকাশ

কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানা

ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা  

আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আরিফ

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা