X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্স ফিলিপ

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১

হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বাকিংহাম রাজপ্রাসাদের তরফে জানানো হয়েছে, অসুস্থ বোধ করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গ বর্তমানে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসাধীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাজপ্রাসাদের সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, গাড়িতে করে হাসপাতালে যান প্রিন্স ফিলিপ। সেখানে ডাক্তারের পরামর্শে ভর্তি হন তিনি। গত কয়েক দিন ধরেই খানিক অসুস্থ ছিলেন তিনি। তবে এই অসুস্থতার সঙ্গে করোনাভাইরাসের সংশ্লিষ্টতা নেই। হাসপাতালে ভর্তি হলেও মানসিক ভাবে চাঙ্গা রয়েছেন তিনি। ধারনা করা হচ্ছে তিনি আগামী কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নেবেন। প্রিন্স ফিলিপ হাসপাতালে থাকলেও ৯৪ বছর বয়সী রানি উইন্ডসর প্রাসাদেই থাকছেন।

গত মাসে রাজপ্রাসাদের তরফে জানানো হয় উইন্ডসর প্রাসাদে ব্যক্তিগত চিকিৎসকদের কাছ থেকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রিন্স ফিলিপ এবং রানি এলিজোবেথ। মহামারির সময়ে ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদে সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাটিয়েছেন এই যুগল। বড়দিনের উৎসবও পালন করেছেন নিভৃতে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রিন্স ফিলিপকে শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

২০১৯ সালের ডিসেম্বরে কিং এডওয়ার্ড হাসপাতালে চার রাত কাটান ডিউক অব এডিনবার্গ। সেবারও রাজপ্রাসাদের তরফে জানানো হয় আগের শারিরীক অবস্থার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেওয়া হয় তাকে।

এছাড়াও আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্স ফিলিপ। ২০১১ সালে হার্টে ব্লকের চিকিৎসা নেন তিনি। ২০১২ সালে তার ব্লাডারে সংক্রমণের চিকিৎসা হয়। এছাড়া ২০১৩ সালের জুনে তার পেটে সার্জারি করা হয়। ২০১৭ সালে সরকারি কর্তব্য থেকে অবসর নেওয়ার আগে ডাক্তারের পরামর্শে তিনি ২০১৬ সালে ব্যাটেল অব জুটল্যান্ডের বর্ষপূর্তির অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ