X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতা কমছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির

এস এম আববাস
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪

বেসরকারি শিক্ষকদের হয়রানি বন্ধ ও প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির ক্ষমতা কমাচ্ছে সরকার। কর্মপরিধির বাইরে চেয়ারম্যান বা কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনে হস্তক্ষেপ বা পাঠদানে এখতিয়ার প্রয়োগ করতে পারবে না। শিক্ষা আইন প্রণয়নের পর গেজেট আকারে প্রকাশ হলে আইনের আওতায় নির্দিষ্ট বিধির মাধ্যমে কমিটির এখতিয়ার নির্ধারণ করা হবে। 

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা আইন-২০২১ এর চূড়ান্ত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:
বেসরকারি শিক্ষকদের চাকরিচ্যুত করার এখতিয়ার পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

‘অনাবশ্যক মামলার’ ক্ষমতা হারাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

সরকারের নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসা

ভাড়াবাড়িতেই চলছে এমপিওভুক্ত কলেজ

এর আগে কমিটি নিয়ন্ত্রণ করতো শিক্ষাবোর্ড। শিক্ষা বোর্ডের আইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার এখতিয়ার ছিল।  প্রতিষ্ঠান প্রধানসহ কোনও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালনা কমিটিকে নির্দেশনা দেওয়ার ক্ষমতা ছিল শিক্ষা বোর্ডের।  কোনও শিক্ষকের চাকরিচ্যুতির পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল কমিটির হাতে।  বিধি অনুযায়ী কমিটি এখতিয়ার বহির্ভূত কাজে বা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতো।

এসব পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, কমিটির কর্মপরিধি বা এখতিয়ার নিশ্চিত করার বিধান শিক্ষা আইনের চূড়ান্ত খসড়ায় যুক্ত করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনে সবকিছু তো থাকবে না, বিধিমালা-নীতিমালা করে আইন বাস্তবায়ন করা হবে।  আইন অনুযায়ী বিধিমালা নীতিমালা প্রণয়ন করা হবে।  শিক্ষা বোর্ডের আইন সংশোধন করা হবে।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সবি মো. মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা অব্যবস্থাপনা দূর করে ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। বিভিন্ন ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু বিষয় সুনির্দিষ্ট করা নেই। সেই বিষয়গুলোকে সুনির্দিষ্ট করা হয়েছে আইনের খসড়ায়। সুনির্দিষ্ট কাঠামো ছাড়া কিছু কাজ করছি। পরে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করা হয়। সে কারণে আমরা সমস্যায় পড়ি। সেই জন্যই কাঠামো দরকার। এরকম অনেক বিষয় শিক্ষা আইনের খসড়ায় বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে। যাতে রেগুলেটরি বডিগুলো সুনির্দিষ্টভাবে কাজ করতে পারবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহ নিশ্চিত হবে। ’

ব্যবস্থাপনা বা পরিচালনা কমিটি গঠন নিয়ে আইনের চূড়ান্ত খসড়ায় বলা হয়, সকল ধারার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্তর অনুযায়ী  বাধ্যতামূলকভাবে ব্যবস্থাপনা কমিটি, পরিচালনা কমিটি গঠন করতে হবে। ব্যবস্থাপনা কমিটি, পরিচালনা কমিটি শিক্ষক-অভিভাবক পরিষদের গঠন, মেয়াদ কার্যপরিধি ও অন্যান্য শর্ত বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে।

কমিটির এখতিয়ারের সীমাবদ্ধতার বিষয়ে আইনের খসড়ায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গঠিত ব্যবস্থাপনা, পরিচালনা কমিটি বা কমিটির চেয়ারম্যান বা সভাপতি নির্ধারিত এখতিয়ার বা কর্মপরিধির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনে বা পাঠদানে হস্তক্ষেপ বা এখতিয়ার প্রয়োগ করতে পারবে না।

ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা কমিটি বা কমিটির চেয়ারম্যান বা সভাপতি নির্ধারিত এখতিয়ার বা কর্মপরিধির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনে বা পাঠদানে হস্তক্ষেপ বা এখতিয়ার প্রয়োগ করার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনে কোনও অনিয়ম বা পাঠদানে বাধাগ্রস্ত হলে কমিটি সার্বিকভাবে বা কমিটির চেয়ারম্যান বা সভাপতি দায়ী থাকবেন এবং নির্ধারিত কর্তৃপক্ষ ওই কমিটি বাতিল করতে বা কমিটির চেয়ারম্যান বা সভাপতিকে অপসারণ করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যমান শিক্ষা বোর্ডের আইনে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, পরিচালনা কমিটির যথাযথ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। তবে শিক্ষা বোর্ডের আইনের সীমাবদ্ধতা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, পরিচালনা কমিটির ভেঙে দেওয়া ছাড়া তেমন কোনও ব্যবস্থা নিতে পারে না।  তাছাড়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে শিক্ষা বোর্ডের আইনে সীমাবদ্ধতা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি থেকে মামলা করতো বেশিরভাগ ক্ষেত্রে।  এসব কারণে শিক্ষা বোর্ডের আইন সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা আইনের গেজেট প্রকাশের পর শিক্ষা বোর্ডের আইন সংশোধন করা হবে।  শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনায় কমিটির এখতিয়ার সুনির্দিষ্ট করা হবে।  অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা থাকবে না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়