X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কাদের মির্জার অব্যাহতি প্রত্যাহার হয়নি, দাবি একরামুলের (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সংগঠন থেকে অব্যাহতি ও বহিষ্কারের জন্য সুপারিশ প্রত্যাহার করা হয়নি। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, জেলা কমিটির সভাপতির পরামর্শ অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হলেও তাকে অবহিত না করে সভাপতি তা প্রত্যাহার করেছেন। তবে সেটা সভাপতির একক মত, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় আবদুল কাদের মির্জাকে দেওয়া অব্যাহতি এবং তাকে বহিষ্কারের সুপারিশ অব্যাহত রয়েছে।

এক মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘নোয়াখালীবাসী, আজকে (শনিবার) বিকালে সেলিম ভাই (নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম) ঢাকা থেকে এসে বললো মির্জার (আবদুল কাদের মির্জা) বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। সেই হিসাব মোতাবেক আমরা মির্জার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি। এখন বিভিন্ন ইয়েতে (গণমাধ্যমে) বলতেছে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু, আমি বলতে পারি আমি জানি না, কারণ একজন লোক অপরাধী যে নোয়াখালী নয়, সারাদেশের আওয়ামী লীগকে ছোট করেছে, তাকে তো ছাড়া যায় না। তার বিরুদ্ধে আমরা জেলা আওয়ামী লীগ অবস্থান নিয়েছি।’

আরও পড়ুন:

আবদুল কাদের মির্জাকে আ.লীগ থেকে অব্যাহতি

আবদুল কাদের মির্জাকে বিকালে অব্যাহতি, সন্ধ্যায় প্রত্যাহার

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম তাকে না জানিয়ে এই অব্যাহতির নির্দেশ প্রত্যাহার করেছেন এমন দাবি করে সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার সভাপতি কী অবস্থানে আছেন জানি না, উনি বলতেছেন যে প্রত্যাহার করে নিয়েছেন। উনার অবস্থান..উনি আমাকে দিয়ে নির্দেশনা করাইলো আবার উনি অবস্থান থেকে সরে দাঁড়াইলো উনিও তো নীতিগতভাবে নীতিহীন হয়ে গেলেন।’

ভিডিওবার্তায় তিনি স্পষ্টভাবেই বলেন, ‘আমি আপনাদেরকে বলি যে এটা আমরা উনার (আবদুল কাদের মির্জা) অব্যাহতি আমরা অব্যাহত রেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা হচ্ছে (প্রত্যাহার বিষয়ে) এগুলা ঠিক না। কারণ, এ ধরনের লোকরে দলের অবস্থানে রাখা উচিত না। আপনাদের সকলকে আমি অবগতির জন্যই জানাচ্ছি, তার অব্যাহতিটা বহাল রইলো। সকলকে ধন্যবাদ।’

ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে কাউকে গুজব না রটানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: 

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

কোম্পানিগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মারা গেছেন

/টিএন/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’