X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিএনপি আন্দোলনের নামে ঘরে বসে শব্দবোমা ফাটায়’

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১২

বিএনপিকে ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে অখ্যায়িত করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে ঘরে বসে শব্দবোমা ফাটায়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেড় বছর ধরে ঘরে ছিলেন। এই দেড় বছরে ১২ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি বিএনপি। কোভিডের সময় জীবনের ঝুকি নিয়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা কর্মীর মতো মাঠে কাজ করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে একাধিক এলাকা মন্ত্রীরা পরিদর্শন করছেন।’

সোমবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘নেতারা যদি অসৎ হন, কর্মীরা তাদের কথা শোনেন না। বিএনপির দশা এখন এমন-ই হয়েছে। দলটি নির্বাচনে এসেও এজেন্ট দিতে পারে না। আন্দোলন কাকে বলে আওয়ামী লীগ জানে। আন্দোলনের ইতিহাস আওয়ামী লীগের আছে, বিএনপির নেই। আমার ৩০-৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপির মতো ব্যর্থ দল আর দেখিনি।’

তিনি বলেন, ‘করোনাভ্যাকসিন নিয়েও বিএনপি রাজনীতি করেছে, কিন্তু দেশের মানুষ তাদের গ্রহণ করেনি। দেশের মানুষের কল্যাণের জন্য কী করা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন।’

হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘হাওরের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নের জন্য মেগাপ্রকল্প গ্রহণ করা হবে। আগামী ৭ মার্চের মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী হাওরবাসীর মুখে হাসি দেখতে চান। সে জন্য যা করা দরকার সব কিছুই করা হবে। ফসলরক্ষা বাঁধের গুণগত মান অক্ষুণ্ন রেখে কাজ করতে হবে। যে যতটুকু কাজ করবেন, ততটুকু বিল পাবেন। সঠিক নিয়মে কাজ করলে কাউকে বিল নিয়ে বিপাকে পড়তে হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পানি উন্নয়ন বোর্ভের অতিরিক্ত মহাপরিচালক কে এম মহিউদ্দিন, সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান। এরপর মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে মন্ত্রীর সঙ্গে জামালগঞ্জ উপজেলা আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্পিডবোটে চড়ে হাওরের বিভিন্ন বাঁধ ও নদী ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা