X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নদী সংলাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতের আহ্বান

কক্সবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

কক্সবাজারে কোহেলিয়া নদী সংলাপে বক্তারা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং জাতীয় নদী জোটের যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. মুজিবর হাওলাদারের সভাপতিত্বে এবং বাপার কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল। এতে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বৈদেশিক অর্থায়নে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে ৩৬ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গভীর সমুদ্রবন্দরকে ঘিরে এখানে ব্লু ইকোনমিসহ প্রত্যেকটা নদীর পাড়ে শিল্পায়ন গড়ে তুলতে হবে। কোহেলিয়া নদী নিয়ে বেজা সহ সরকারি-বেসরকারি দফতরের সবাইকে নিয়ে বসতে হবে এবং সংসদে এই বিষয়টি উপস্থাপন করা হবে।’ 

প্রধান বক্তা শরীফ জামিল বলেন, ‘যে উন্নয়ন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয় তা উন্নয়ন নয়। সরকারের উন্নয়ন কাজের বিরোধিতা করা মানে সরকারের বিরোধিতা নয়। দেশের ৭০ ভাগ লবণ যায় কক্সবাজার থেকে। আর এই লবণ শিল্প বাঁচাতে নদী দখলকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে প্রতিরোধ করতে হবে।’

নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি না দেওয়া পর্যন্ত কোহেলীয়া নদীর পাড়ে রাস্তা নির্মাণ না করার নির্দেশনা চাই আমরা।’

ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘সেখানে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ম্যানগ্রোভ ছিল। তবে ভূমিদস্যুরা কেটে প্রজেক্ট তৈরি করা হচ্ছে।’  কোহেলিয়া নদীকে মা দাবি করে তিনি বলেন, ‘আমার মাকে ফিরিয়ে দিন।’

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ বলেন, ‘কোহেলিয়া নদী ভরাট হওয়ার কারণে সবশ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উন্নয়ন হোক, তবে সেটা নদী ভরাট করে নয়।’

এই নদী সংলাপে আরও বক্তব্য রাখেন– কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মোস্তফা জব্বার, ইকবাল হোসেন, মো. আলম, সাংবাদিক, পানচাষি, লবণচাষিসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক