X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নদী সংলাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতের আহ্বান

কক্সবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

কক্সবাজারে কোহেলিয়া নদী সংলাপে বক্তারা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং জাতীয় নদী জোটের যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. মুজিবর হাওলাদারের সভাপতিত্বে এবং বাপার কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল। এতে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বৈদেশিক অর্থায়নে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে ৩৬ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গভীর সমুদ্রবন্দরকে ঘিরে এখানে ব্লু ইকোনমিসহ প্রত্যেকটা নদীর পাড়ে শিল্পায়ন গড়ে তুলতে হবে। কোহেলিয়া নদী নিয়ে বেজা সহ সরকারি-বেসরকারি দফতরের সবাইকে নিয়ে বসতে হবে এবং সংসদে এই বিষয়টি উপস্থাপন করা হবে।’ 

প্রধান বক্তা শরীফ জামিল বলেন, ‘যে উন্নয়ন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয় তা উন্নয়ন নয়। সরকারের উন্নয়ন কাজের বিরোধিতা করা মানে সরকারের বিরোধিতা নয়। দেশের ৭০ ভাগ লবণ যায় কক্সবাজার থেকে। আর এই লবণ শিল্প বাঁচাতে নদী দখলকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে প্রতিরোধ করতে হবে।’

নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি না দেওয়া পর্যন্ত কোহেলীয়া নদীর পাড়ে রাস্তা নির্মাণ না করার নির্দেশনা চাই আমরা।’

ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘সেখানে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ম্যানগ্রোভ ছিল। তবে ভূমিদস্যুরা কেটে প্রজেক্ট তৈরি করা হচ্ছে।’  কোহেলিয়া নদীকে মা দাবি করে তিনি বলেন, ‘আমার মাকে ফিরিয়ে দিন।’

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ বলেন, ‘কোহেলিয়া নদী ভরাট হওয়ার কারণে সবশ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উন্নয়ন হোক, তবে সেটা নদী ভরাট করে নয়।’

এই নদী সংলাপে আরও বক্তব্য রাখেন– কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মোস্তফা জব্বার, ইকবাল হোসেন, মো. আলম, সাংবাদিক, পানচাষি, লবণচাষিসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন