X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতকে নিষিদ্ধের দাবি যুবলীগ সাধারণ সম্পাদকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০

বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বিএনপি ও জামায়াতে ইসলামকে ’জঙ্গি ও সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যায়িত করে এগুলো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যতদিন এ দলগুলো রাজনীতি করার সুযোগ পাবে ততদিন মানুষের অকল্যাণে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে। বিশ্বের কাছে এ দেশ এখন মডেল হিসেবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে এদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বে সুনাম অর্জনকারী দেশে পরিণত হয়েছে।’

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. গিয়াস উদ্দিন রুবেল ভাটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রায়পুর পৌর বাস টার্মিনালে এই পথসভা হয়।

মো. মাইনুল হোসেন খান নিখিল নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে উদ্দেশ করে বলেন, ‘আগামী ২৮ তারিখের নির্বাচনে জয়ী হয়ে এ রায়পুরের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত রায়পুর গড়তে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

নিখিল রায়পুরবাসীর উদ্দেশে বলেন, ‘যে আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুবেলকে পাঠিয়েছেন, আপনারা ভোটের মাধ্যমে তাকে জয়ী করে রায়পুরের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন সে প্রত্যাশা রইলো।’ তিনি যুবলীগ নেতাকর্মীদের রায়পুরে নৌকা প্রতীকের প্রার্থীর জন্য মাঠে কাজ করার নির্দেশ দেন।  

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হাসিবুর রহমান পবনসহ কেন্দ্রীয় যুবলীগ ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতারা।

সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আগে দুপুরে জেলা যুবলীগ কার্যালয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি