X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর অভ্যুত্থান-সমর্থকদের হামলা

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯
image

মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধীদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর সমর্থকরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ছুরি-লাঠি নিয়ে অনেকে বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে। অভ্যুত্থানবিরোধীদের ওপর পাথর ছুড়তেও দেখা গেছে কাউকে কাউকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে প্রতিবাদ-সমাবেশ-বিক্ষোভ চলছে। ওই দিনই অং সান সুচি'র নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে গৃহবন্দী করা হয়। গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের বিভিন্ন শহরে প্রতিদিনই সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ-ধর্মঘট চলছে। সে ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবারও ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলো শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকারীদের সবাই সমবেত হওয়ার আগেই প্রায় সেনাবাহিনীর প্রায় এক হাজার সমর্থক সমাবেশ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সমর্থকদের কেউ কেউ গণমাধ্যমকর্মীদেরও হুমকি দিচ্ছিলো। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর রূপ ধারণ করে এবং শহরের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা গেছে এক সেনা-সমর্থক ছুরি নিয়ে ইয়াঙ্গুনের একটি হোটেলের সামনে এক ব্যক্তির ওপর হামলে পড়েছে। জরুরি বিভাগের কর্মীরা পরে ওই হামলার শিকার ব্যক্তিকে উদ্ধার করেন। তবে তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।

অ্যাকটিভিস্ট থিন জার শুন লেই ইয়ি রয়টার্সকে বলেন, ‘আজকের ঘটনাগুলোর মধ্য দিয়ে দেখা গেছে সন্ত্রাসী আসলে কারা। জনগণের পক্ষ থেকে গণতন্ত্রের দাবিকে তারা ভয় পায়। স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে।’

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা