X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রবিবার জামালপুর জেলায় তিন পৌরসভায় ভোট

জামালপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৩

রবিবার (২৮ ফেব্রয়ারি) জামালপুর জেলার জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ এই তিন পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জামালপুর পৌরসভায় ১২টি ওয়ার্ডে ৪২টি ভোটকেন্দ্রে এক লাখ ৮ হাজার ৭২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ পৌরসভায় তিন জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মো.ছানোয়ার হোসেন ছানু (নৌকা), অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মোস্তফা কামাল (হাতপাখা)। এছাড়াও এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

একই দিনে জেলার ইসলামপুর পৌরসভায় ৩০ হাজার ২৬০ জন ভোটার ৯টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন পৌরসভাটির বর্তমান মেয়র আব্দুল কাদের সেখ (নৌকা), মো.রেজাউল করিম ঢালী (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম (জগ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনিছুর রহমান (হাতপাখা)। এছাড়াও এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে একই দিনে জেলার মাদারগঞ্জ পৌরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভাটির বর্তমান মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির (নৌকা),আব্দুল গফুর (ধানের শীষ) আর জাতীয় পার্টি থেকে জাহিদ হাসান (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে ২৫ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাদারগঞ্জ পৌরসভায় ২৪ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে এবং  ৮ জন প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি