X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২১, ১১:৪৫আপডেট : ০১ মার্চ ২০২১, ১১:৪৫

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১ মার্চ) সকালে ছয় জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে বলে জনিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। উচ্চ আদালতের নির্দেশে বন্দরের ৫২ একর ভূমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

গত ২৭ ফেব্রুয়ারি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে চূড়ান্ত উচ্ছেদের বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটিকে জানিয়ে দেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ অভিযান শুরু হয়।

বন্দর সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দরের ১৩২ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। ছয় জন ম্যাজিস্ট্রেট ছয়টি জোনে ভাগ হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। উচ্ছেদ অভিযানে পুলিশ, র‌্যাব, আনসার সদস্য ছাড়াও বন্দর, ওয়াসা, পিডিবিসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিয়েছেন।’

এদিকে উচ্ছেদকে ঘিরে লালদিয়ার চরে বসবাসকারী ১৪ হাজার মানুষ পথে বসতে যাচ্ছে। কোনও ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হাসান বাংলা ট্রিবিউন বলেন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। বন্দরের এই উচ্ছেদ অভিযানের কারণে আমরা ১৪ হাজার মানুষ পথে বসতে যাচ্ছি। গত ২০ দিন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। অহিংস আন্দোলন করেছি। এত কিছুর পরেও প্রশাসনকে আমাদের পাশে পাইনি। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা চলে যাচ্ছি। জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পুনর্বাসন চাই। সরকারি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া