X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০০:০৪আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:০৪

টেকনাফে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর চালিয়ে অস্ত্রের মুখে ৩ লাখ ৪১ হাজার নগদ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় মোহাম্মদ ইয়াছিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোহাম্মদ ইয়াছিন জানান, রাত দেড়টার দিকে পূর্বপরিচিত একই এলাকার জাহেদ, কালু ও ছোট জাহেদের নেতৃত্বে স্বশস্ত্র  সন্ত্রাসী দল আমার বাড়িতে অতর্কিতে হামলা করে। তারা প্রথমে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্র বের করে। অস্ত্র দেখে আমি পরিবারের সবাইকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করলে তারা ওই কক্ষের দরজাও ভেঙে ফেলে ঘরের আলমারি খুলে নগদ ৩ লাখ ৪১ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে আমাকে ছুরি দিয়ে আঘাত এবং বেদড়ক মারধর করেছে। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা এলাকায় চিহ্নিত। তারা নিয়মিত এলাকায় চুরি, ডাকাতির মতো অপরাধ কর্ম করে যাচ্ছে। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেশীরা জানান, ইয়াছিনের বাড়িতে হামলাকারীরা নাইট্যংপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের কারণে এলাকার লোকজন এখন নিরাপদে ঘুমাতে পারছে না। তারা প্রতিদিন কোনও না কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া এলাকায় ইয়াবাসহ মাদক কারবারেও এসব সন্ত্রাসীরা নেতৃত্ব দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। টেকনাফকে সন্ত্রাসীমুক্ত করতে পুলিশের যা যা করণীয় আমরা তাই করবো, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা