X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৬ বলে ৬ ছক্কা ও হ্যাটট্রিক, সবই দেখালো উইন্ডিজ-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৩:২২আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৩:২৬

আকিলা ধনাঞ্জয়া দিনটি স্মৃতি পাতায় সাজিয়ে রাখবেন নাকি যত দ্রুত সম্ভব ভুলে যাবেন? এক ওভারের ব্যবধানে যে তাকে দুই রকম স্বাদ নিতে হয়েছে। আগের ওভারে করলেন হ্যাট্রটিক, পরের ওভারেই খেলেন ৬ ছক্কা! আর এর সবই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টিতে। যে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন কাইরন পোলার্ড।

বিনোদনে ভরপুর অ্যান্টিগার টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪ উইকেটে। পোলার্ডের তাণ্ডবে ৪১ বল আগেই ৬ উইকেট হারিয়ে তারা টপকে যায় শ্রীলঙ্কার ৯ উইকেটে করা ১৩১ রান। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

প্রথম ৫ ওভারে দুই রকম অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। লেন্ডল সিমন্স ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে ৩.২ ওভারে ওপেনিং জুটি থেকে পায় ৫২ রান। ঝোড়ো গতির রানের পরই আবার মুদ্রার উল্টো পিঠ দেখে স্বাগতিকরা। ধনাঞ্জয়ার বিষাক্ত স্পিনে ৫২/০ থেকে স্কোরলাইন হয়ে যায় ৫২/৩! ১০ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৮ রান করা লুইসকে আউট করে জুটি ভাঙা লঙ্কান পেসার তুলে নেন হ্যাটট্রিক। দুই বছর পর জাতীয় দলে ফেরা ক্রিস গেইকে (০) ফিরিয়ে পরের বলে নিকোলাস পুরানকে (০) সাজঘরের পথ দেখিয়ে ধনাঞ্জয়া রেকর্ড বইয়ে নাম তুলে নেন।

তার উইকেট উদযাপনের সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গা যোগ দিয়ে তুলে নেন সিমন্সের (১৫ বলে ২৬) উইকেট। পরের ওভারে হ্যাটট্রিকের আত্মবিশ্বাস নিয়ে বোলিংয়ে এসে পোলার্ডের তাণ্ডবে লণ্ডভণ্ড ধনাঞ্জয়া। ডানহাতি স্পিনারের একের পর এক বল গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে উড়িয়ে মেরে ৬ বলে মারেন ৬ ছক্কা। হার্শেল গিবস ও যুবরাজ সিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক।

পোলার্ডের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৯৮ রান তুলে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে দীর্ঘদেহী ব্যাটসম্যান মাত্র ১১ বলে ৬ ছক্কায় করে যান ৩৮ রান। এরপরও ঝড় চলেছে অ্যান্টিগায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে জেসন হোল্ডার খেলেছেন ২৪ বলে ১ চার ও ২ ছক্কায় হার না মানা ২৯ রানের ইনিংস।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার হাসারাঙ্গা। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর হ্যাটট্রিকম্যান ধনাঞ্জয়া ৪ ওভারে ৩ উইকেট নিতে খরচ করেছেন ৬২ রান।

এর আগে ক্যারিবিয়ান বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ৩৪ বলে সর্বোচ্চ ৩৯ রান আসে পাথুম নিশাকার ব্যাট থেকে। ২৯ বলে ৩৩ রান করেন নিরোশান ডিকবেলা। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ওবেদ ম্যাককয়ে, ৪ ওভারে ২৫ রানে তার শিকার ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী