X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আজ যশোরে উদীচী ট্র্যাজেডির ২২ বছরপূর্তি

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ০৯:৫০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১০:০০

আজ, ৬ মার্চ উদীচী ট্র্যাজেডির ২২ বছরপূর্তি। এত বছরেও হামলাকারীদের শনাক্ত এবং তাদের শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। সংগঠনটির নেতারা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবে জড়িতদের শনাক্ত ও বিচার করা সম্ভব হচ্ছে না। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালতের একটি আদেশের অপেক্ষায় থমকে আছে মামলাটি। মামলাটি চালু করতে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ  জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হন ১০ সাংস্কৃতিক কর্মী। অঙ্গহানি ঘটে কয়েক জনের। আর বোমার স্প্লিন্টারের র আঘাতে আহত হন দুই শতাধিক মানুষ। দুর্বল তদন্তের কারণে বিভীষিকাময় ওই ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ৩০ মে খালাস পেয়ে যায় সব আসামি। এ রায়ের বিরুদ্ধে ২০১০ সালে উদীচী ও ২০১১ সালে সরকার হাইকোর্টে আপিল করলে তা গৃহীত হয়। এরপর উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ২০১১ সালের ২৪ জুলাই থেকে জামিনে রয়েছেন খালাস পাওয়া ২৩ আসামির মধ্যে ১৭ জন। অন্যরা ইতোমধ্যে মারা গেছেন। মামলাটি পুনরায় চালুর জন্য উচ্চ আদালতের একটি আদেশের প্রয়োজন। এজন্য ৯ বছর ধরে অপেক্ষা করছেন ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারসহ ন্যায়বিচার প্রত্যাশীরা।

যশোর উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু বলেন, ‘২০০০ সাল থেকেই আমরা এই একই কথা বলে আসছি। মামলাটি বর্তমানে স্থবির হয়ে আছে। যথাযথ তদন্ত হয়নি। আর তদন্ত না হওয়ার কারণে বিচারে গিয়ে এই মামলায় আমরা কোনও ফলাফল পাইনি। সরকারের যদি সদিচ্ছা থাকে। তাহলে এই মামলাটি পুনঃতদন্ত করে আসল ঘটনা বের করা এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইন আমলে এনে শাস্তির ব্যবস্থা করা। আর এটিই উদীচীর পক্ষ থেকে আমাদের চাওয়া।’

এ মামলার সরকার পক্ষের আইনজীবী (পিপি) ইদ্রিস আলী বলেন, রাষ্ট্রপক্ষ আসামি খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দেয়। সেই আপিল এখনও পেন্ডিং রয়েছে। আমাদের বর্তমান যে অ্যাটর্নি জেনারেল তার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তিনি আমাকে কথা দিয়েছেন, আপিল দ্রুত নিষ্পত্তি করবেন।

ওই হামলার বিচারের দাবিতে শনিবার বিকালে প্রতিবাদী গান, আলোচনাসভা, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও মশাল প্রজ্বালন করবে যশোর উদীচী।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন