ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হওয়ার ঘটনায় গ্যাস লিকেজ ও মশা নিধনের ব্যাট থেকে ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত শেষে এই তথ্য জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরনবী।
শনিবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (৫ মার্চ) মধ্যরাতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুলামিয়া বাইলেনের শফিক ম্যানশনের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায় এই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা মা ও দুই মেয়ে দগ্ধ হন। দগ্ধদের প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলারও ক্ষতি হয়।
ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরনবী সংবাদ সম্মেলনে বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। বিস্ফোরণে বাসায় থাকা মা মেহেরুন নেছা (৪০) ও তার দুই মেয়ে দগ্ধ হন। মা ও এক মেয়ে হাফসা ইসলামকে (১৫) ঢাকায় নেওয়া হয়েছে। ওই বাসার গৃহকর্তা প্রবাসী। বিস্ফোরণে বাসার জানালার গ্রিল ভেঙে গেছে। বারান্দার দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। বাসার ভেতরে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে।’
পুলিশ সুপার জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্তে প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তির পরিবারের স্বজন, সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে গ্যাসের চুলার লিকেজ এবং মশা নিধনের ব্যাট থেকে দুর্ঘটনা ঘটেছে।