X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খেলার জন্য কম ত্যাগ স্বীকার করতে হচ্ছে না সোনামের

তানজীম আহমেদ
০৮ মার্চ ২০২১, ১১:৫২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১১:৫২

স্বামী মোহাম্মদ আলী ও দুই পুত্রকে ঘিরে সোনাম সুলতান সোমার সাজানো সংসার। অবশ্য এর বাইরে আরও একটি ‘সংসার’ তার আগে থেকেই ছিল! টেবিল টেনিসের সঙ্গে যে প্রেম ছোটবেলা থেকেই।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে সেই যে টেবিল টেনিসকে আঁকড়ে ধরে আছেন। সংসার জীবন শুরুর পরও তা ছাড়তে পারেননি। বিয়ের আগে ও পড়ে নিয়ম করেই টেবিল টেনিসের বোর্ডে পিংপং বলের ঝড় তুলে গেছেন। তবে একসঙ্গে সংসার ও টেবিল টেনিস সমানতালে চালাতে গিয়ে ৫ বারের জাতীয় চ্যাম্পিয়ন সোমাকে কম ঝামেলা পোহাতে হচ্ছে না। অনেক ত্যাগও স্বীকার করতে হচ্ছে।

নড়াইলে ছোটবেলা থেকে পরিবারের অন্যদের দেখে টেবিল টেনিসের প্রেমে পড়ে যান সোনাম সুলতানা সোমা। অথচ এই খেলাটির জন্য বাবার কাছে কম বকা শুনতে হয়নি। শুরুতে তো খেলতেই দেননি। নারী দিবস উপলক্ষে সোমা বাংলা ট্রিবিউনকে বলছিলেন সেসব কথাই, ‘ছোট বেলা থেকে ছেলেদের জার্সি গায়ে খেলবো।। বাবা সেটা চাইতেন না, বকা দিতেন। বারণও করতেন। কিন্তু আমার তীব্র ইচ্ছার কারণে খেলা চালিয়ে গিয়েছি। একপর্যায়ে সাফল্য পেতে শুরু করি। তখন আর বাবা কিছু বলেননি। সবকিছু মেনে নিয়েছেন।’

বিয়ের পর তো টেবিল টেনিসকে আরও বেশি করে আঁকড়ে ধরে রেখেছেন। কারণ স্বামী মোহাম্মদ আলী যে জাতীয় দলের কোচ। তাই তাদের বাসায় টেবিল টেনিসটা খেলা হয় পারিবারিকভাবেই। যেখানে বোর্ডও রয়েছে। তবে এই পথচলা তার মোটেও সহজ ছিল না। স্বামী-সংসার ও একপর্যায়ে সন্তানদের সামলাতে বেশ গলদঘর্ম হতে হয়েছে। সোমার কথায়, ‘বাচ্চাদের ঠিকমতো লালন পালন করা। তাদের দেখভাল করা, সংসার দেখা। আবার টেবিল টেনিসে সময় দেওয়া। সবকিছুই আমার কাছে বড় চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। তবে সবার সহযোগিতায় ঠিকই সেসব উতরে যাচ্ছি।’

অবশ্য এই কঠিনসময়গুলোতে নিজের মাকেও খুব কাছে পেয়েছেন সোনাম। মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন সবসময়। পাশাপাশি স্বামীর সাহায্য তো ছিলই। সোনামও স্বীকার করছেন সেসব, ‘তবে এর জন্য আমার মাকে ধন্যবাদ দিতে হয়। তিনি না থাকলে আমার খেলাটা কঠিন হয়ে যেত। আমি যখন খেলার মধ্যে থাকি, তখন তিনি বাসায় বাচ্চাদের সামলে নেন। এছাড়া আমার স্বামীও নানানভাবে সাহায্য করেন।’

খেলাসূত্রে শুধু দেশে নয়, বিদেশে গেলেও সোনামের মা-ই সব কিছু করেন। সেসব কথা তুলে সোনাম বলেছেন , ‘ইন্দোনেশিয়া, হাঙ্গেরি ও ফ্রান্সসহ অনেক দেশে খেলতে গিয়েছি। তখন বাচ্চাদের তার নানীই দেখে রাখতো। সংসার করতে গিয়ে অনেক সময় খেলাতে বাড়তি ঘাম ঝরাতে হয়। মনোযোগ দিতে হয়। তখন অনেক কষ্ট করতে হয়। কিন্তু খেলার জন্য সবকিছু হাসিমুখে মেনে নিয়েছি। টেবিল টেনিস ভালোবাসি বলে এখনও খেলে যাচ্ছি। আসলে যতদিন ফিটনেস আছে, ততদিন খেলে যাবো।’

সামনে টেবিল টেনিসের খেলোয়াড়দের ক্যাম্প চীনে করার কথা আছে। কিন্তু সংসাদের দিকে তাকিয়ে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসএ গেমসে ব্রোঞ্জ জয়ী সোনাম। তার কথা, ‘আমাদের চীনে ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে দুই বছরের জন্য। দুই তিন মাস পর যেতে হতে পারে। আমার পক্ষে সংসার ফেলে দিয়ে এতো দিন তো বাইরে থাকা সম্ভব নয়।’

সোনামের সাফল্য এসেছে বলতে গেলে বিয়ের পরই। প্রথম সন্তান জন্মের কয়েক বছর পরই প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হন। এছাড়া ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক সাফল্যও এসেছে এরপরই। তাই স্ত্রীর সাফল্যে নিজেও গর্বিত স্বামী মোহাম্মদ আলী, ‘ওকে খেলোয়াড় জেনেই বিয়ে করেছি। তাই তো বিয়ের পর খেলার জন্য যতদূর সম্ভব সহযোগিতা করে থাকি। এটা এই কারণে না যে, ও এই খেলার কারণে অনেক টাকা পারিশ্রমিক পায়। আসলে ও খেলাটাকে অনেক ভালোবাসে, আমি নিজেও তাই। যে কারণে সোনাম এখনও খেলার সঙ্গেই জড়িত আছে। সংসার ও খেলা দুটো এক সঙ্গে করতে গিয়ে সমস্যা কম হয় না। তবে আমরা মানিয়ে নিয়েছি।’

একজন মমতাময়ী মা হিসেবে সোনাম যেমন সংসার সামলাচ্ছেন। তেমনি ইনডোরে টেবিল টেনিসও খেলে যাচ্ছেন সমান দক্ষতায়। অনেক পরিশ্রম আর ত্যাগ স্বীকারের ফলেই তার এই পর্যায়ে উঠে আসা। তবে খেলার কারণে যে সংসারে অনেক সময় মনোযোগ কম দেওয়া হয়। সেসবও মেনে নিয়েছেন স্বামী মোহাম্মদ আলী। একই সঙ্গে ক্ষতি পুষিয়ে নিতে ভূমিকা রাখছেন দুজনেই। মোহাম্মদ আলীর ভাষায়, ‘দেখা গেছে আমার বড় ছেলে একবার পরীক্ষাতে কিছুটা খারাপ ফল করেছে। তখন হয়তো খেলার কারণে দুজনেই বাইরে ছিলাম। সময় সেভাবে দিতে পারিনি। পরে অবশ্য আমরা তা কাভার করে নিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের